ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে, থাকবে! সংসদে দাঁড়িয়ে বললেন নরেন্দ্র মোদি

Last Updated:

দিন কৃষি আইন ঘিরে যে সংশয়গুলি বিভিন্ন মহলে তৈরি হয়েছে, তার সবকটি নিয়েই জবাব দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী৷

#দিল্লি: ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে৷ সংসদে দাঁড়িয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের মূল আশঙ্কা দূর করারও চেষ্টা করলেন তিনি৷
এ দিন কৃষি আইন ঘিরে যে সংশয়গুলি বিভিন্ন মহলে তৈরি হয়েছে, তার সবকটি নিয়েই জবাব দেওয়ার চেষ্টা করেছেন তিনি৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন তিনি৷ ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত কৃষি আইন কার্যকর করার প্রক্রিয়া স্থগিত রাখলেও কেন্দ্র যে কোনওভাবেই আইন প্রত্যাহারের পথে হাঁটবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মোদি৷
advertisement
সংসদের ভাষণে বিরোধীদের সঙ্গেই আন্দোলনকারী কৃষকদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি দাবি করেছেন সরকার এখনও আলোচনায় রাজি, গঠনমূলক পরামর্শও শুনতে তৈরি তারা৷ নরেন্দ্র মোদি বলেন, 'আন্দোলন করার অধিকার সবার আছে৷ কিন্তু যেভাবে বয়স্ক মানুষ ওখানে বসে আছেন, তাঁদেরকে ফিরিয়ে নিয়ে যান৷ ভবিষ্যতে সবাই একসঙ্গে বসে কথা বলা যাবে৷ আগেও বলেছি, আজ সংসদে দাঁড়িয়ে ফের বলছি৷'
advertisement
advertisement
একই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেছেন, মূল কী দাবিতে আন্দোলন, সেটাই স্পষ্ট হচ্ছে না৷ প্রধানমন্ত্রী বলেন, কীভাবে আন্দোলন চলছে, বিক্ষোভকারীদের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে, এসব নিয়ে আলোচনা চলছে৷ কিন্তু মূল বিষয়টি নিয়ে কেউ বিশদে কিছু বলছেন না৷ এমন কি, কৃষিমন্ত্রী যে প্রশ্নগুলি তুলেছেন সেগুলির কোনও জবাব মিলছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি এ দিন রাজ্য সভায় দাঁড়িয়ে কংগ্রেসকে বিঁধে বলেন, এখন আন্দোলনকারীদের সমর্থন করলেও কংগ্রেসের উচিত কৃষি সংস্কার নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কী বলেছিলেন তা একবার শুনে নেওয়া৷ প্রধানমন্ত্রী দাবি করেন, কৃষকদের জীবনযাপনের মান অবিলম্বে উন্নত করা প্রয়োজন৷ পাশাপাশি কৃষকদের উন্নতি তাঁর সরকার ফসল বিমায় পরিবর্তন, কৃষক সম্মান নিধি চালু করার মতো কী কী উদ্যোগ নিয়েছে, এ দিন ফের একবার তা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
কৃষক নেতা হান্নান মোল্লার অবশ্য দাবি, সরকার যে ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, তা স্বামীনাথন কমিশনের সুপারিশের তুলনায় অনেক কম সহায়ক মূল্য দিচ্ছে কেন্দ্র৷ ৯৪ শতাংশ কৃষকই তা পান না বলেও অভিযোগ করেছেন হান্নান মোল্লা৷ তাঁর দাবি, বর্তমানে যে হারে এমএসপি দেওয়া হচ্ছে, তাও বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা৷ পাশাপাশি সব ফসলেই ন্যূনতম সহায়ক মূ্ল্য দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে, থাকবে! সংসদে দাঁড়িয়ে বললেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement