উর্দিকে কখনও অসম্মান নয়, শিক্ষানবিশ আইপিএস-দের পরামর্শ প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী এ দিন বলেন, তিনি নিয়মিত তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলেন৷
#নয়াদিল্লি: নিজেদের উর্দিকে কখনও অসম্মান করবেন না৷ শিক্ষানবিশ আইপিএস অফিসারদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, করোনা অতিমারির মধ্য যেভাবে পুলিশ বাহিনী কাজ করেছে, তাতে পুলিশের মানবিক মুখ মানুষের মনে জায়গা করে নিয়েছে৷
এ দিন হায়দ্রাবাদের সর্দার বল্লভ ভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির শিক্ষানবিশ আইপিএস অফিসারদের উদ্দেশে ভিডিও বার্তায় এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷ পরামর্শ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'আপনারা এমন একটা পেশায় থাকবেন, যেখানে প্রতি মুহূর্তে অপ্রত্যাশিত কিছু মোকাবিলা করার জন্য আপনাদের প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে৷ আপনাদের প্রচুর চাপও থাকবে, তাই সবসময় নিজেদের কাছের মানুষের সঙ্গে কথা বলবেন৷ নিজেদের শিক্ষকের মতো যাঁদের পরামর্শকে মূল্য দেন, সুযোগ পেলেই এরকম কারও থেকে পরামর্শ নিন৷'সন্ত্রাস দমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের যুবসমাজ যাতে বিপথে না চালিত হয়, সেই জন্য শুরুতেই তাঁদের আটকাতে হবে৷
advertisement
প্রধানমন্ত্রী এ দিন বলেন, তিনি নিয়মিত তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলেন৷ কিন্তু এ বছর করোনা অতিমারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি৷ তবে, তিনি ক্ষমতায় থাকাকালীন নিশ্চয়ই ভবিষ্যতের এই আইপিএস অফিসারদের সঙ্গে তিনি দেখা করবেন৷
advertisement
এ বছর মোট ২৮ জন মহিলা সহ মোট ১৩১ জন শিক্ষানবিশ আইপিএস অফিসার হায়দ্রাবাদের প্রতিষ্ঠানটিতে ৪২ সপ্তাহ ধরে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ করেছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2020 5:29 PM IST