উর্দিকে কখনও অসম্মান নয়, শিক্ষানবিশ আইপিএস-দের পরামর্শ প্রধানমন্ত্রীর

Last Updated:

প্রধানমন্ত্রী এ দিন বলেন, তিনি নিয়মিত তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলেন৷

#নয়াদিল্লি: নিজেদের উর্দিকে কখনও অসম্মান করবেন না৷ শিক্ষানবিশ আইপিএস অফিসারদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, করোনা অতিমারির মধ্য যেভাবে পুলিশ বাহিনী কাজ করেছে, তাতে পুলিশের মানবিক মুখ মানুষের মনে জায়গা করে নিয়েছে৷
এ দিন হায়দ্রাবাদের সর্দার বল্লভ ভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির শিক্ষানবিশ আইপিএস অফিসারদের উদ্দেশে ভিডিও বার্তায় এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷ পরামর্শ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'আপনারা এমন একটা পেশায় থাকবেন, যেখানে প্রতি মুহূর্তে অপ্রত্যাশিত কিছু মোকাবিলা করার জন্য আপনাদের প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে৷ আপনাদের প্রচুর চাপও থাকবে, তাই সবসময় নিজেদের কাছের মানুষের সঙ্গে কথা বলবেন৷ নিজেদের শিক্ষকের মতো যাঁদের পরামর্শকে মূল্য দেন, সুযোগ পেলেই এরকম কারও থেকে পরামর্শ নিন৷'সন্ত্রাস দমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের যুবসমাজ যাতে বিপথে না চালিত হয়, সেই জন্য শুরুতেই তাঁদের আটকাতে হবে৷
advertisement
প্রধানমন্ত্রী এ দিন বলেন, তিনি নিয়মিত তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলেন৷ কিন্তু এ বছর করোনা অতিমারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি৷ তবে, তিনি ক্ষমতায় থাকাকালীন নিশ্চয়ই ভবিষ্যতের এই আইপিএস অফিসারদের সঙ্গে তিনি দেখা করবেন৷
advertisement
এ বছর মোট ২৮ জন মহিলা সহ মোট ১৩১ জন শিক্ষানবিশ আইপিএস অফিসার হায়দ্রাবাদের প্রতিষ্ঠানটিতে ৪২ সপ্তাহ ধরে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ করেছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
উর্দিকে কখনও অসম্মান নয়, শিক্ষানবিশ আইপিএস-দের পরামর্শ প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement