কংগ্রেস নেতার জন্য সংসদে অঝোরে কাঁদলেন মোদি, আটকে গেল কথা! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#দিল্লি: বক্তব্য রাখতে গিয়ে তিনি আগেও আবেগতাড়িত হয়েছেন৷ কিন্তু বিরোধী দলের কোনও নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে এ ভাবে কাঁদতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে বিদায়ী ভাষণ জানাতে গিয়ে বার বার আবেগতাড়িত হয়ে পড়লেন নরেন্দ্র মোদি৷ এমন কী, বেশ কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি৷
এ দিনই রাজ্যসভার চলতি অধিবেশনের শেষ দিন ছিল৷ একই সঙ্গে সাংসদ হিসেবে মেয়াদ ফুরোল রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের৷ দায়িত্বে থাকাকালীন বার বার নানা ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ৷ প্রধানমন্ত্রীকেও অতীতে নিশানা করেছেন তিনি৷ কিন্তু এ দিন রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়৷

advertisement
স্মৃতি হাতড়ে নরেন্দ্র মোদি বলেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাতের বাসিন্দাদের দেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ৷ সেখান থেকেই ফোন করেছিলেন মোদিকে৷ প্রধানমন্ত্রী বলেন, 'সেদিন ওনার গলা শুনে মনে হচ্ছে, যেন পরিবারের কাউকে হারিয়েছেন৷ সেদিন ওনার কান্না যেন থামতে চাইছিল না৷ অত রাতেও উনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন৷' এই পর্যন্ত বলেই কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী৷ নিজের কথাও শেষ করতে পারেননি তিনি৷ গুলাম নবি আজাদকে স্যালুটও করেন তিনি৷
advertisement
advertisement
#WATCH: PM Modi gets emotional while reminiscing an incident involving Congress leader Ghulam Nabi Azad, during farewell to retiring members in Rajya Sabha. pic.twitter.com/vXqzqAVXFT
— ANI (@ANI) February 9, 2021
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলনেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তাঁর কাজটা কঠিন হতে চলেছে৷ কারণ আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল৷ প্রধানমন্ত্রী বলেন, 'ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কীভাবে তার ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের থেকে শিখতে হয়৷ আপনি একজন প্রকৃত বন্ধু৷'
advertisement
নরেন্দ্র মোদি যখন এই সমস্ত কথা বলছেন, তখন কিছুটা যেন বিহ্বল হয়ে পড়েন প্রবীণ সাংসদও৷ তবে মাস্কের আড়ালেও তাঁর মুখে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার বোধের হাসি স্পষ্ট বোঝা যাচ্ছিল৷ আজাদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, 'সব সাংসদের জন্যই আমার দরজা খোলা থাকে, কিন্তু আপনার জন্য তা আরও বেশি করে উন্মুক্ত থাকবে৷ আপনার মতো মানুষের অভিজ্ঞতা, পরামর্শ দেশের প্রয়োজন৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2021 12:18 PM IST