জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণের পরামর্শ
Last Updated:
#নয়াদিল্লি: সংসদের যৌথ অধিবেশনে জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ভবিষ্যতের জল সংকট থেকে দেশ রক্ষা করার জন্য এখন থেকেই প্রচার আন্দোলন গড়ে তুলতে হবে।
জল সংরক্ষণের উপর জোর দিয়ে রাষ্ট্রপতি জানান, ‘জল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে ৷ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল বাঁচাতে হবে ৷ তাই জলশক্তি মন্ত্রক তৈরি হয়েছে ৷ জল বণ্টন পরিস্থিতি দেখা হবে ৷ পঞ্চায়েত প্রধানদের সাহায্য নেওয়া হবে ৷ রাজ্যগুলিকে কৃষিতে সাহায্য করা হবে ৷ কৃষির উন্নয়নে ২৫ লক্ষ কোটি বিনিয়োগ ৷ বছরে কৃষক নিধি প্রকল্পে ৯০ হাজার কোটি টাকা ৷ ২২-এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা লক্ষ ৷ পাশাপাশি মাছ উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2019 12:45 PM IST