মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবকে সমর্থন রাষ্ট্রপতির

Last Updated:

শুক্রবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব তুলেছিলেন ‘এক দেশ, এক ভোট’ নীতির ৷

#নয়াদিল্লি: শুক্রবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব তুলেছিলেন ‘এক দেশ, এক ভোট’ নীতির ৷ সাক্ষাৎকারের দু’দিন পরে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোদির এই নীতিকে সোজাসুজিই সমর্থন জানালেন ৷ মোদির প্রস্তাবিত ‘এক দেশ, এক ভোট’ নীতিকে সমর্থন জানিয়ে এদিন রাষ্ট্রপতি নির্বাচনী সংস্কারের কথা জানিয়ে দিলেন ৷
এদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানালেন, ‘নির্বাচনের ব্যাপারে ভারত ইতিমধ্যেই গণতন্ত্র প্রমাণ করতে সমর্থ ৷ তবে এবার নির্বাচন কমিশনের হস্তক্ষেপে নির্বাচনী সংস্কার হতেই পারে ৷ আমাদের এ বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা উচিত ৷’
সিএনএন নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘আমাদের দেশ বেশিরভাগ সময়ই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে ৷ যা অনেক সময় বেশ দুর্ভাগ্যজনক ৷ এই অবস্থায় দেশের প্রশাসনিক কাজ ক্ষতিগ্রস্ত হয় ৷ এক দেশ, এক ভোট চালু হলে, এই সমস্যার সুরাহা হতে পারে ৷ ’
advertisement
advertisement
শুধু প্রধানমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় নয়, প্রধানমন্ত্রী মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবেবর প্রশংসা করেন প্রাক্তন নির্বাচন কমিশনার নবীন চাওলাও ৷ তিনি বলেন, ‘এই ভাবনা বেশ ইতিবাচক ভাবনা ৷ এতে দেশের মঙ্গলই হবে ৷ সঠিক উন্নয়নের দিকে এক ইতিবাচক পদক্ষেপ মোদির এই প্রস্তাব ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবকে সমর্থন রাষ্ট্রপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement