Draupadi Murmu: পঞ্চায়েত ভোটের মুখেই বড় আবেদন রাষ্ট্রপতির, সাড়া দেবে রাজনৈতিক দলগুলি?

Last Updated:

আর মাস খানেকের মধ্যে বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে।

 দ্রৌপদী মুর্মু,
দ্রৌপদী মুর্মু,
নয়াদিল্লি: পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আরও বেশি করে যোগদানের আহবান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর মতে, সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মহিলাদের অংশীদারী একান্ত জরুরি। নিজেদের জন্য নীতি তৈরির অধিকার রয়েছে মহিলাদের। তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েতের ৩১.৫ লক্ষ জনপ্রতিনিধির মধ্যে ৪৬ শতাংশ মহিলা।"
সোমবার দিল্লিতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, গ্রামের মানুষের মধ্যে শত্রুতা তৈরি যাতে না হয়, তার জন্য অনেকেই দলের লাইনের বাইরে গিয়েও কাজ করেন। রাজনীতির থেকেও পঞ্চায়েত নির্বাচনে গ্রামের উন্নয়ন এবং সমৃদ্ধি বড় হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, আর মাস খানেকের মধ্যে বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে। বাংলার নির্বাচনে রাষ্ট্রপতির এই বার্তা রাজনৈতিক দলগুলি প্রার্থী দেওয়ার সময় মাথায় রাখে কি না, সেটাই এখন দেখার৷
পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক হিংসা, উত্তেজনার প্রবল সম্ভাবনা৷ ভোটের অঙ্কের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলি মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো বিষয়ের উপর জোর দেয় কি না, তা হয়তো সময়ই বলবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu: পঞ্চায়েত ভোটের মুখেই বড় আবেদন রাষ্ট্রপতির, সাড়া দেবে রাজনৈতিক দলগুলি?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement