নয়াদিল্লি: পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আরও বেশি করে যোগদানের আহবান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর মতে, সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মহিলাদের অংশীদারী একান্ত জরুরি। নিজেদের জন্য নীতি তৈরির অধিকার রয়েছে মহিলাদের। তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েতের ৩১.৫ লক্ষ জনপ্রতিনিধির মধ্যে ৪৬ শতাংশ মহিলা।"
সোমবার দিল্লিতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, গ্রামের মানুষের মধ্যে শত্রুতা তৈরি যাতে না হয়, তার জন্য অনেকেই দলের লাইনের বাইরে গিয়েও কাজ করেন। রাজনীতির থেকেও পঞ্চায়েত নির্বাচনে গ্রামের উন্নয়ন এবং সমৃদ্ধি বড় হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, আর মাস খানেকের মধ্যে বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে। বাংলার নির্বাচনে রাষ্ট্রপতির এই বার্তা রাজনৈতিক দলগুলি প্রার্থী দেওয়ার সময় মাথায় রাখে কি না, সেটাই এখন দেখার৷
পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক হিংসা, উত্তেজনার প্রবল সম্ভাবনা৷ ভোটের অঙ্কের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলি মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো বিষয়ের উপর জোর দেয় কি না, তা হয়তো সময়ই বলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।