IAF Pilot Shivangi Singh: বন্দি করার দাবি করেছিল পাকিস্তান, বায়ুসেনার সেই মহিলা পাইলটের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি!

Last Updated:
স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
পাকিস্তান দাবি করেছিল, অপারেশন সিঁদুরের সময় তাঁকে বন্দি করেছে৷ গুলি করে নামানো হয়েছে ভারতের রাফাল যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনার যে মহিলা পাইলটকে পাকিস্তান বন্দি করেছিল বলে দাবি করে, সেই স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
বুধবার আধ ঘণ্টার জন্য রাফাল যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু৷ এর পর হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার এই মহিলা পাইলটের সঙ্গে ছবি দেন৷
ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলটদের মধ্যে একমাত্র শিভাঙ্গি সিং-ই রাফাল যুদ্ধ বিমান ওড়ানোর ছাড়পত্র পেয়েছেন৷ উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা শিভাঙ্গি সিং ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন৷ ভারতীয় বায়ুসেনার মহিলা বিমানচালকদের দ্বিতীয় ব্যাচের সদস্য ছিলেন শিভাঙ্গি সিং৷ ২০২০ সালে রাফাল ওড়ানোর জন্য তাঁকে বাছাই করা হয়৷
advertisement
advertisement
এই শিভাঙ্গি সিং-এর ওড়ানোর রাফালই ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান৷ এমন কি, শিভাঙ্গি সিং-কে তারা বন্দি করেছে বলেও দাবি করেছিল পাকিস্তান সেনা৷ রাষ্ট্রপতির সঙ্গে এ দিন সেই পাইলটের ছবি সামনে আসার পর গোটা বিশ্বের সামনে ফের একবার পাকিস্তানের মুখ পুড়ল৷ প্রমাণ হয়ে গেল যে কতবড় ডাহা মিথ্যে বলেছিল পাকিস্তান৷
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান তাঁরা ধ্বংস করেছে৷ শিয়ালকোটের কাছেও একটি রাফাল ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাক সেনা৷ সেখান থেকেই শিভাঙ্গি সিং-কে বন্দি করা হয় বলেও দাবি করেছিল পাকিস্তান৷
advertisement
এমন কি, ভারতীয় বায়ুসেনার প্রধান এ পি সিং কিছুদিন আগে শিভাঙ্গি সিং-এর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন বলে দাবি করে একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছিল৷ যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই জানানো হয়, ওই ভিডিওটি অনেক পুরনো এবং মিথ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IAF Pilot Shivangi Singh: বন্দি করার দাবি করেছিল পাকিস্তান, বায়ুসেনার সেই মহিলা পাইলটের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement