গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দিতে বিশেষ পালকির ব্যবস্থা নৈনিতালে

Last Updated:

কয়েক দিন আগেও স্বাস্থ‌্য সেবায় জরাজীর্ণ ছিল নৈনিতাল৷ নিকটতম হাসপাতালে পৌঁছতে হলেও কয়েক কিলোমিটার পথ হাঁটতে হত গ্রামের সন্তানসম্ভবা মহিলাদের ৷

#নয়া দিল্লি:  কয়েক দিন আগেও স্বাস্থ‌্য সেবায় জরাজীর্ণ ছিল নৈনিতাল৷ নিকটতম হাসপাতালে পৌঁছতে হলেও কয়েক কিলোমিটার পথ হাঁটতে হত গ্রামের সন্তানসম্ভবা মহিলাদের ৷ তাদের এই দুর্দশার বিষয়টির কথা মাথায় রেখে , উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা প্রশাসন গর্ভবতী মহিলাদের জন্য পালকি সেবা চালু করেছে। প্রসবের জন্য যাতায়াতের করতে এই পালকি ব্যবহার করতে পারবেন তারা৷
গ্রামীণ অঞ্চলে ৫০০টি পালকির ব্যবস্থা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট সাবিন বনশাল সম্প্রতি প্রধান মেডিকেল অফিসারের কাছে ১০ লক্ষ টাকা অনুদান করেন।
বিশেষতঃ রামগড়, ওখালকান্দা, বেতালঘাট এবং ভিমতলের পাহাড়ি ব্লকগুলিতে অবস্থিত গ্রামগুলির জন্য, এই ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
নৈনিতাল উত্তরাখণ্ডের প্রথম জেলা,যেখানে গ্রামের গর্ভবতী মহিলাদের দুর্দশার সমস্যার কথা মাথায় রেখে এমন দৃষ্টিনন্দন পদক্ষেপ ।
advertisement
ম্যাজিস্ট্রেট সাবিন বনশাল প্রায়শই পায়ে হেঁটে গ্রামের প্রত্যন্ত অঞ্চল গুলি পরিদর্শন করেন এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্যাগুলি অনুধাবন করার চেষ্টা করেন।বনশাল বলেছিলেন, কিছু টাকা সবসময় হাসপাতালে গচ্ছিত রাখা হবে৷ এবং কোনও ব্যক্তি যদি পালকিতে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসেন, সেই ব্যক্তিকে ২000 টাকা করে দেওয়া হবে।
এই পরিষেবাটি গ্রামের প্রধান সড়ক থেকে এক কিলোমিটারের বেশি দূরে অবস্থিত গ্রামগুলিতে দেওয়া হবে৷ গ্রামীণ অঞ্চলে অপুষ্টির শিকার বহু মহিলা ও শিশু৷ তাদের প্রয়োজন সঠিক চিকিৎসা ও যত্নের ৷ তাই মহিলাদের দুর্দশা দূর করতে এবং মা-শিশুর মৃত্যুর হার হ্রাস করার জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
advertisement
Simli Dasgupta
বাংলা খবর/ খবর/দেশ/
গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দিতে বিশেষ পালকির ব্যবস্থা নৈনিতালে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement