প্রত্যুষার মৃত্যুর ঘটনায় আটক ‘বয়ফ্রেন্ড’ রাহুল
Last Updated:
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রতুষ্যা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংকে আটক করেছে পুলিশ ৷ শুক্রবার অভিনেত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মুম্বইয়ে তাঁর ফ্ল্যাটের মধ্যে থেকে ৷ তাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ বেশ কয়েকদিন ধরে রাহুল রাজ সিংহের সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এর জেরে তিনি আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে ৷ শুক্রবার রাতে রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ এরপর শনিবার তাকে আটক করা হয়েছে ৷
#মুম্বই: জনপ্রিয় টেলি সিরিয়াল অভিনেতা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জেরে আটক করা হয়েছে তাঁর বন্ধু, রাহুল সিংকে। শুক্রবার বিকেলে মুম্বইয়ের কান্দিভলি লাগোয়া বাঙ্গুর নগরের ফ্ল্যাট থেকে প্রত্যুষার দেহ উদ্ধার হয়। জনপ্রিয় টেলি সিরিয়াল 'বালিকা বধূ'তে অভিনয় করেছিলেন তিনি। প্রত্যুষাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু, রাহুল সিং। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুলের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল প্রত্যুষার। এমনকি খুব তাড়াতাড়ি বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। রাহুল রাজ সিংহের সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর পিছনে সম্পর্কের টানা পোড়েন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছেন প্রত্যুষার বাড়ির লোকজন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2016 1:01 PM IST