Prashant Kishore: বিহারে ক'টি আসনে লড়বে 'জন সূরজ'? বড় ঘোষণা পিকে-র...! প্রশান্ত কিশোরের ফোকাসে নারী শক্তি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Prashant Kishore: আগেই জানিয়েছিলেন দল ঘোষণা করতে চলেছেন তিনি। এবার তাঁর দল 'জন সূরজের' ২০২৫ এর ভিশন প্রকাশ্যে আনলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
নয়াদিল্লি: আগেই জানিয়েছিলেন দল ঘোষণা করতে চলেছেন তিনি। এবার তাঁর দল ‘জন সূরজের’ ২০২৫ এর ভিশন প্রকাশ্যে আনলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একধাপ এগিয়ে পিকে রবিবারই জানিয়ে দিলেন, ২৪৩ আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই লড়বে তাঁর দল ‘জন সূরজ’। এর মধ্যে ৪০ টি আসনেই লড়াইয়ে সামিল হবেন দলের মহিলা প্রার্থীরা।
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে দল ঘোষণা করবেন বলে সপ্তাহ দুয়েক আগেই জানিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোট কুশলী হিসাবে অবসর নেওয়ার পরে জন সূরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও প্রথমে তা অস্বীকার করেছিলেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না।
advertisement
একইসঙ্গে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, পিকে তার কার্যত স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেন বছর দুয়েক আগেই। সেই মতো জন সূরজের যাত্রা শুরু হতে চলেছে। ২ অক্টোবর আনুষ্ঠানিক আত্মপ্রকাশর কথা রয়েছে পিকের দলের। তার আগেই রবিবার ২০২৫ বিধানসভা ভোট কয়টি আসনে লড়বেন তাও জানিয়ে দিলেন।
advertisement
advertisement
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে প্রশান্ত জানিয়েছেন, রাজনৈতিক পথচলার শুরুতেই গোটা রাজ্যের সবকটি আসনে প্রার্থী দিতে চলেছেন তিনি। অর্থাৎ ২৪৩ বিধানসভা আসনেই দেখা যাবে জন সূরজের প্রার্থীদের। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই আসন্ন বিধানসভা ভোটে ৪০ আসনে মহিলা প্রার্থী দিতে চলেছে তাঁর দল, একথাও জানিয়েছেন প্রাক্তন ভোটকুশলী। একইসঙ্গে প্রশান্ত কিশোরের দাবি, ২০৩০ বিধানসভা ভোটে ৭০-৮০ জন মহিলা প্রার্থী দেবে ‘জন সূরজ’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 10:11 PM IST