Prashant Kishor: মাসে ২ হাজার টাকা পেনশন, বিনামূল্যে বেসরকারি স্কুলে পড়াশোনা! বিরাট ঘোষণা প্রশান্ত কিশোরের! ভোটের মুখে 'খেলা' ঘোরাচ্ছেন পিকে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোর বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রতিটি পুরুষ ও মহিলাকে মাসিক ২০০০ টাকা পেনশন দেওয়া হবে।
পটনা: নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিবিদে পরিণত প্রশান্ত কিশোর নির্বাচনের আগে বিহারের জনগণের কাছে বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যা এনডিএ এবং মহাজোট উভয়ের জন্যই উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। প্রকৃতপক্ষে, তার নির্বাচনী সফরের সময়, প্রশান্ত কিশোর মুজাফফরপুরের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি জন সুরজের সরকার গঠিত হয়, তাহলে ২০২৫ সালের ডিসেম্বর থেকে বয়স্করা মাসিক ২০০০ টাকা পেনশন পাবেন, শিশুরা বেসরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা পাবে এবং যুবকরা বিহারেই ১০-১২ হাজার টাকার কর্মসংস্থান পাবে।
advertisement
প্রশান্ত কিশোর মুজাফফরপুরে জনসাধারণকে তার প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিতভাবে জানান। তিনি বলেন যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রতিটি পুরুষ ও মহিলাকে মাসিক ২০০০ টাকা পেনশন দেওয়া হবে। এর সঙ্গে, তিনি ঘোষণা করেন যে যতক্ষণ না সরকারি স্কুলগুলির উন্নতি হয়, ততক্ষণ পর্যন্ত আপনাদের ১৫ বছরের কম বয়সী শিশুদের বেসরকারি স্কুলে পড়ানো উচিত এবং সরকার তাদের ফি–তে শিক্ষা প্রদান করবে যাতে একজন দরিদ্র শিশুও ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: হঠাৎ কী হল! শুভেন্দু অধিকারীর ‘পাড়ায়’ দিলীপ ঘোষ! সংঘাতের আবহে কী এমন হল, জোর চর্চা কাঁথিতে
এছাড়াও, প্রশান্ত কিশোর বলেন, এই বছরটি হবে বিহারের দুর্দশার শেষ দীপাবলি এবং ছট। ছটের পর মিনাপুর বা মুজাফফরপুরের যুবকদের আর ১০-১২ হাজার টাকার বিনিময়ে তাদের বাড়িঘর এবং পরিবার ছেড়ে শ্রমিক হিসেবে কাজ করতে হবে না। বিহার জুড়ে এই ধরনের ৫০ লক্ষ যুবককে ফিরিয়ে আনা হবে এবং এখানে ১০-১২ হাজার টাকার কর্মসংস্থান দেওয়া হবে।
advertisement
প্রশান্ত কিশোর জনসাধারণের কাছে আবেদন করেছেন, এবার সেই নেতাদের ভোট দেবেন না যারা তাদের এবং তাদের সন্তানদের লুট করেছেন। লালু, নীতীশ বা মোদি, যেই হোক না কেন, এবার নেতাদের মুখ দেখে ভোট দেবেন না। এবার নিজেদের সন্তানদের জন্য ভোট দিন এবং বিহারে জনগণের শাসন প্রতিষ্ঠা করুন। এবার আপনাদের সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভোট দিন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 2:48 PM IST