বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ডিসেম্বরেই শেষ হচ্ছে মেয়াদ

Last Updated:

গত ২৮ মাসে, সরকার PMGKAY প্রকল্পের অধীনে দরিদ্রদের বিনামূল্যে রেশন বিতরণে ১.৮০ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।

বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি:  শেষমেষ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্প বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বরেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। আজ, সোমবার এই মর্মে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গণ বণ্টন দফতর।
গত শুক্রবার অন্ত্যোদয় অন্ন প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে ২ টাকা করে খাদ্য শস্য দেওয়া হয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায়। এবার থেকে এই প্রকল্পের উপভোক্তাদের আর কোনও টাকা দিতে হবে না। বিনামূল্যে এই প্রকল্পে খাদ্য শস্য দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এর ফলে ২ লক্ষ কোটি টাকা খরচ হবে। ফলে গরিব কল্যাণ অন্ন প্রকল্প চালু রাখা সম্ভব নয়। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। সেপ্টেম্বরে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত তিন মাস বাড়িয়েছিল। কৃষি মন্ত্রক জানিয়েছে, কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা আবার আসতে শুরু করেছে। কেন্দ্রের প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, যে গত ২৮ মাসে, সরকার PMGKAY প্রকল্পের অধীনে দরিদ্রদের বিনামূল্যে রেশন বিতরণে ১.৮০ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।
advertisement
পিডিএস এবং পিএমজিকেওয়াই-এর মতো কল্যাণমূলক প্রকল্পগুলির জন্য খাদ্যশস্য সংগ্রহ চলছে। কেন্দ্রীয় প্রকল্পে প্রায় ১৮০ লক্ষ টন গম এবং ১১১ লক্ষ টন চাল পাওয়া যায়। গত সপ্তাহে, খাদ্য মন্ত্রক বলেছিল যে ১ জানুয়ারী থেকে প্রায় ১৫৯ লক্ষ টন গম এবং ১০৪ লক্ষ টন চাল পাওয়া যাবে। বাফার নিয়ম অনুসারে, ১৩৮ লক্ষ টন গম এবং ৭৬ লক্ষ টন চাল পাওয়া যাবে। PMGKAY এপ্রিল ২০২০ সালে চালু হয়েছিল। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশব্যাপী লকডাউনের কারণে গরিবদের সাহায্য করার জন্য PMGKAY ২০২০ সালে চালু করা হয়েছিল। প্রকল্পের অধীনে ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে পাঁচ কেজি গম এবং চাল বিনামূল্যে দেওয়া হয়।
advertisement
advertisement
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ডিসেম্বরেই শেষ হচ্ছে মেয়াদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement