Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে দুর্নীতি খুঁজে পেল না কেন্দ্রীয় দল

Last Updated:

রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং জানিয়েছেন, যে ১০টি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এসেছে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক সত্য।

নয়াদিল্লি: রাজ্যের আবাসন দুর্নীতি নিয়ে বিজেপির অভিযোগ কার্যত নস্যাৎ। সম্প্রতি নবান্নে চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, রাজ্যে আবাস যোজনায় কাটমানি বা ঘুষ নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং জানিয়েছেন, যে ১০টি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এসেছে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক সত্য। যে-সমস্ত ক্ষেত্রে অভিযোগের সত্যতা প্রমাণ হয়েছে, সেগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে ১০ মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে গত জানুয়ারিতে রাজ্যের ১০টি জেলায় হাতেকলমে অভিযোগের সত্যতা যাাচাই করতে দল পাঠায় কেন্দ্রীয় সরকার। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান,মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং জেলায় গিয়ে আবাস যোজনা খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। বিভিন্ন জেলা থেকে আবাস যোজনায় অভিযোগ পাওয়ার পর, উপভোক্তাদের নাম বাদ দেয় রাজ্য সরকার। সেক্ষেত্রেও কোনও কাটমানি বা ঘুষ দেওয়া-নেওয়া হয়নি বলে জানানো হয়েছে কেন্দ্রের রিপোর্টে। যদিও বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, কাটমানি এবং ঘুষের বিনিময়ে আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট হাতে আসতেই একের পর এই তৃণমূল নেতা বিজেপির সমালোচনার পাশাপাশি রাজ্যের বকেয়া মেটানোর দাবি তুলেছে।
advertisement
দলের সর্ব ভারতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার টুইটারে লিখেছেন, " আবাস যোজনার দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ নেই । এক বছরেরও বেশি সময় ধরে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বাংলার প্রাপ্য আটকে রেখেছিল বিজেপি সরকার। বাংলার গরিব মানুষের প্রতি অন্যায় বিজেপি কবে সংশোধন করবে এবং বকেয়া টাকা মেটাবে?'' দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "কয়েকমাস ধরে আবাস যোজনায় টাকা আটকে রাখার পর, কেন্দ্র স্বীকার করল বাংলায় দুর্নীতির অভিযোগের কোনও চিহ্ন পাওয়া যায়নি। স্বচ্ছতার প্রতি আমাদের দায়বদ্ধতা বিজেপির অ্যাজেন্ডা নষ্ট করে দিয়েছে। আমরা বকেয়া দ্রুত মেটানোর দাবি জানাচ্ছি।"
advertisement
advertisement
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে দুর্নীতি খুঁজে পেল না কেন্দ্রীয় দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement