#হায়দরাবাদ: বর্ষাকালে রাস্তাঘাটে খানাখন্দের অভাব হয় না ৷ দেশের যে কোনও মেট্রো শহরেই এমন ছবি আকছার চোখে পড়ে আমাদের ৷ এর জন্য তীব্র ভোগান্তিরও শিকার হতে হয় নিত্যযাত্রীদের ৷ গাড়ি দুর্ঘটনার সম্ভাবনাও এর ফলে বাড়ে ৷ হায়দরাবাদে গত কয়েকদিনের বৃষ্টিতে এমন ‘পটহোলস’ শহরের অনেক রাস্তাতেই তৈরি হয়েছে ৷ সেগুলি সবার সামনে তুলে ধরতে এক অভিনব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করল এক নেতা ৷ যার নাম ‘পটোগ্রাফি’ ৷
ছবিগুলি ইমেল মারফত পাঠাতে হবে ৷ সেগুলি পুরসভার জোনাল কমিশনার-সহ সেই এলাকার কাউন্সিলরদের কাছে পাঠানো হবে ৷ সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কাউন্সিলররা ঠিকমতো কাজ করছেন কী না, এই ছবি গুলির মাধ্যমেই তা স্পষ্ট হবে ৷ প্রতিযোগিতা শুরু হতেই হায়দরাবাদের মানুষের কাছ থেকে দারুণভাবে সাড়া মিলেছে বলে জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই অজস্র খানাখন্দের ছবি ধরা পড়েছে নাগরিকদের মোবাইল ক্যামেরায় ৷
Win Cash award-Rs 5000! Click pic of the "Worst" pothole, Email at hydpothole@gmail.com or Tweet! #HydPothole #SelfieWithPothole #Hyderabad pic.twitter.com/00opDww37Q
Loading...— Adithya M Reddy (@AdithyaMarri) August 31, 2017