গান্ধিজির সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে বিতর্কের শীর্ষে বিজেপি নেতা

ছবি সৌজন্যে পিটিআই

ছবি সৌজন্যে পিটিআই

একটি পোস্টার প্রচারকে কেন্দ্র করে সরগরম রাজনীতি । বিজেপি নেতা বিজয় গোয়েল বিজয় বেফাঁস মন্তব্য করে জাতীয় রাজনীতিতে বিতর্ক উষ্কে দিয়েছেন । বিতর্কের ঝড় ওঠে সব মহলেই । শুরু হয় রাজনৈতিক তরজা ।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: একটি পোস্টার প্রচারকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি । বিজেপি নেতা বিজয় গোয়েল বেফাঁস মন্তব্য করে জাতীয় রাজনীতিতে বিতর্ক উষ্কে দিয়েছেন । বিতর্কের ঝড় ওঠে সব মহলেই । শুরু হয় রাজনৈতিক তরজা ।

    আরও পড়ুন বোম্বে হাইকোর্ট : অবিবাহিতা সাবালিকাও বাবার কাছে ভরন পোষণ দাবি করতে পারবে

    একটি পোস্টার প্রচারে তিনি গান্ধিজির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেন । বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে মহত্মা গান্ধির সঙ্গে তুলনা করে বলেছেন । গান্ধিজির মতো প্রধানমন্ত্রীও সবরমতির একজন সন্ন্যাসী । গান্ধিজি যা যা করেছেন বলেছি, নরেন্দ্র মোদি কী করছেন তাও বলেছি ।

    আরও পড়ুন লখনউ : মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা এক মহিলার

    বিজয় গোয়েল বলেন দুজনেই সবরমতি থেকে এসেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজির দেখানো পথ অনুসরণ করেছেন । আমরা বলেছি মোদিজি কী করেছেন, তাঁর কর্ম কাণ্ডের ব্যাখ্যা দিয়েছি । বিজেপি নেতা বিজয় গোয়েল আরও বলেন প্রধানমন্ত্রী সফল আমেরিকা সফরের কথাও ।

    সূত্র মারফত জানা যায় তুলনা হতেই পারে কিন্তু যে পদ্ধতিতে গান্ধিজির সাথে প্রধানমন্ত্রীর তুলনা করা হয়েছে, তা কোন রাজনৈতিক দল বা প্রতিনিধির ক্ষেত্রে অনভিপ্রেত ।

    First published:

    Tags: BJP Leader, Compares Gandhiji, Controversial Comment, PM Modi, Vijay Goel