দেখুন কাণ্ড ! ছাত্র-ছাত্রীদের কী মেল পাঠালেন প্রিন্সিপ্যাল...
Last Updated:
স্কুল কর্তৃপক্ষ পাঠিয়েছে একটি ই-মেল ৷ ছাত্র-ছাত্রীরা সেটা খুলে দেখতে বাধ্য ৷ আর মেল খুলতেই বীভৎস কাণ্ড ৷
#অরেগন: স্কুল কর্তৃপক্ষ পাঠিয়েছে একটি ই-মেল ৷ ছাত্র-ছাত্রীরা সেটা খুলে দেখতে বাধ্য ৷ আর মেল খুলতেই বীভৎস কাণ্ড ৷ একের পর এক পর্নোগ্রাফির লিঙ্ক খুলে যাচ্ছে ! ছাত্র-ছাত্রীরা আর তাদের অভিভাবকরা তো তা দেখে অবাক ৷ এই কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আমেরিকার অরেগনের একটি স্কুলে ৷ ঘটনার পর যথারীতি ক্ষমাও চেয়ে নিয়েছেন স্কুলের প্রিন্সিপ্যাল ৷ তিনি বলেন, ‘ আমরা ছাত্রছাত্রীদের যে এই সব পাঠাবো না, সেটাই স্বাভাবিক ৷ কীভাবে এই কাণ্ড ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ ই-মেলে যে সব কন্টেন্ট পাঠানো হয়েছে ৷ তা সত্যি বীভৎস ! আমরা এর জন্য ক্ষমা চাইছি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে ৷’’ ই-মেলগুলি যে স্প্যাম ছিল, সেটাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2016 11:14 AM IST