জামিয়াকাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জের, সিরিয়াল থেকে বাদ গেলেন অভিনেতা

Last Updated:
#মুম্বই: নাগরিকত্ব আইন নিয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ৷ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সর্বস্তরের মানুষ৷ তাতে যেমন সামিল হয়েছেন সাধারণ নাগরিক তেমনই রয়েছেন তারকারাও৷ এমনই এক প্রতিবাদ সামিল হয়ে নিজের কাজ খোয়ালেন অভিনেতা সুশান্ত সিং৷ জনপ্রিয় ধারাবাহিক থেকে বার করে দেওয়া হয় অভিনেতাকে৷ কারণ তিনি প্রতিবাদ মিছিলে সামিল হন!
নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়৷ ক্যাম্পাসে পুলিশ ঢুকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে৷ জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও৷ তাদের পাশে দাঁড়ান সাধারণ মানুষও৷ তেমনই এক বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন অভিনেতা সুশান্ত সিং৷ ১৬ ডিসেম্বর মুম্বইয়ের রাস্তায় চলে এই প্রতিবাদ কর্মসূচী৷ সেখানে তিনি ছাত্রদের সমর্থনে বক্তব্যও রাখেন৷ তার জেরেই এই ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হল তাকে৷ নিজেই সেকথা ট্যুইটারে জানিয়েছেন সুশান্ত সিং৷
advertisement
advertisement
তিনি লিখেছেন যে সাবধান ইন্ডিয়ায় আমার দিন শেষ হল৷ তবে তার সমর্থনে প্রচুর নেটিজেন কথা বলেন৷ এমনই এক ভক্ত লিখেছেন যে সত্যি কথা বলার জন্য এমন পুরস্কার পেলেন তিনি৷ তবে সুশান্তের মতে এটা খুবই ছোট একটা বিষয়৷ দেশের নাগরিক হিসেবে সত্যি কথা বলার বা তিনি যা সঠিক মনে করছেন তা নিয়ে মুখ খোলার অধিকার রয়েছে তার৷ তাই তাকে সত্যি কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না, এমনই মত অভিনেতার৷ তাই কাজ খোয়ানো নিয়ে কোনও আক্ষেপ নেই তার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জামিয়াকাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জের, সিরিয়াল থেকে বাদ গেলেন অভিনেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement