জামিয়াকাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জের, সিরিয়াল থেকে বাদ গেলেন অভিনেতা

Last Updated:
#মুম্বই: নাগরিকত্ব আইন নিয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ৷ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সর্বস্তরের মানুষ৷ তাতে যেমন সামিল হয়েছেন সাধারণ নাগরিক তেমনই রয়েছেন তারকারাও৷ এমনই এক প্রতিবাদ সামিল হয়ে নিজের কাজ খোয়ালেন অভিনেতা সুশান্ত সিং৷ জনপ্রিয় ধারাবাহিক থেকে বার করে দেওয়া হয় অভিনেতাকে৷ কারণ তিনি প্রতিবাদ মিছিলে সামিল হন!
নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়৷ ক্যাম্পাসে পুলিশ ঢুকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে৷ জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও৷ তাদের পাশে দাঁড়ান সাধারণ মানুষও৷ তেমনই এক বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন অভিনেতা সুশান্ত সিং৷ ১৬ ডিসেম্বর মুম্বইয়ের রাস্তায় চলে এই প্রতিবাদ কর্মসূচী৷ সেখানে তিনি ছাত্রদের সমর্থনে বক্তব্যও রাখেন৷ তার জেরেই এই ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হল তাকে৷ নিজেই সেকথা ট্যুইটারে জানিয়েছেন সুশান্ত সিং৷
advertisement
advertisement
তিনি লিখেছেন যে সাবধান ইন্ডিয়ায় আমার দিন শেষ হল৷ তবে তার সমর্থনে প্রচুর নেটিজেন কথা বলেন৷ এমনই এক ভক্ত লিখেছেন যে সত্যি কথা বলার জন্য এমন পুরস্কার পেলেন তিনি৷ তবে সুশান্তের মতে এটা খুবই ছোট একটা বিষয়৷ দেশের নাগরিক হিসেবে সত্যি কথা বলার বা তিনি যা সঠিক মনে করছেন তা নিয়ে মুখ খোলার অধিকার রয়েছে তার৷ তাই তাকে সত্যি কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না, এমনই মত অভিনেতার৷ তাই কাজ খোয়ানো নিয়ে কোনও আক্ষেপ নেই তার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জামিয়াকাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জের, সিরিয়াল থেকে বাদ গেলেন অভিনেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement