#শিওহর: সকাল থেকে গোটা দেশজুড়ে নির্বাচন চলছে ৷ এর মধ্যে দুঃসংবাদ এল বিহারের শিহওর জেলা থেকে ৷ হোমগার্ডের গুলিতে মৃত্যু হল এক ভোটকর্মীর।
শিওহর লোকসভা কেন্দ্রের দুমরি কাটসরি এলাকার মাধবপুর সুন্দর গ্রামে ২৭৫ নম্বর বুথে মৃত্যু হয় শিবেন্দ্র কুমার নামে ওই ভোটকর্মীর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুল করে ওই হোমগার্ডের বন্দুক থেকে গুলি চলে যায়। যা লাগে শিবেন্দ্র কুমারের শরীরে। ভোট শুরু হওয়ার আগেই এই দুর্ঘটনাটি ঘটে যাওয়ায় ভোট প্রক্রিয়া বিলম্ব হয়। শিবেন্দ্র কুমারকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত ওই হোমগার্ডকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিন্তু কীভাবে বন্দুক থেকে ছুটে গেল গুলি? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। তবে সূত্রের খবর, বন্দুকটা সঠিক অবস্থায় ধরা ছিল না। যার ফলে হাত ফসকে ট্রিগার্ডে আঙুল চলে যায় হোমগার্ডের। আর তা থেকেই ঘটে বিপত্তি। যদিও এই বিষয়টি অনেকে মানতে নারাজ। কারণ হোমগার্ড বন্দুক ধরতে জানে না তা কখনও সম্ভব নয়। তাই সত্য ঘটনা জানতেই তাকে জেরা করা হচ্ছে বলে খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha elections 2019