তামিলনাড়ুতে উলাটপুরাণ! কেন্দ্রীয় এজেন্সির অফিসেই তল্লাশি চালাবে পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ইডি আধিকারিক এ ভাবেই হুমকি দিয়ে অনেকের থেকে ঘুষ নিয়েছেন৷

তামিলনাড়ুতে ধৃত ইডি অফিসার (মাঝখানে)৷ ছবি-এএনআই
তামিলনাড়ুতে ধৃত ইডি অফিসার (মাঝখানে)৷ ছবি-এএনআই
চেন্নাই: কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য পুলিশের সংঘাতে সরগরম তামিলনাড়ু৷ যে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা যখন তখন বেআইনি আর্থিক লেনদেনের খোঁজে যত্রতত্র তল্লাসি অভিযান চালান, এবার তাদের অফিসেই তল্লাশি চালাবে তামিলনাড়ু পুলিশ৷ এক ইডি অফিসার ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে মাদুরাইতে ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু পুলিশ৷ যা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য পুলিশের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে৷
শুক্রবার মাদুরাই লাগোয়া ডিন্ডিগুল জেলা থেকে অঙ্কিত তিওয়ারি নামে এক ইডি অফিসারকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়া অভিযোগে গ্রেফতার করে তামিলনাড়ু সরকারের দুর্নীতি দমন শাখার অফিসাররা৷ ধৃত ইডি অফিসারের বিরুদ্ধে একটি সঙ্গতিবিহীন আয়ের মামলা ধামাচাপা দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে৷ ১ কোটি টাকা চাইলেও শেষ ৫১ লক্ষ টাকায় রফা হয়৷ ওই টাকারই একাংশ নেওয়ার সময় আজ অভিযুক্ত ইডি অফিসারকে ফাঁদ পেতে ধরে তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখার অফিসাররা৷
advertisement
আরও পড়ুন: ‘হুমকির’ চাপেই খাস কলকাতায় বন্ধ বিশ্ববিদ্যালয়? কী বললেন ব্রাত্য বসু? বড় ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
advertisement
এই প্রথমবার তামিলনাড়ুতে কোনও ইডি অফিসার গ্রেফতার হলেন৷ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ইডি আধিকারিক এ ভাবেই হুমকি দিয়ে অনেকের থেকে ঘুষ নিয়েছেন৷ সেই টাকা মাদুরাই এবং চেন্নাইয়ে নিজের দফতরের সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই ইডি কর্তার বিরুদ্ধে৷ সেই কারণেই মাদুরাই এবং চেন্নাইয়ে ইডি-র অফিসে রাজ্য পুলিশ তল্লাশি চালাবে বলে খবর৷
advertisement
ইতিমধ্যেই অবৈধ বালি উত্তোলন মামলার তদন্তকে কেন্দ্র করে তামিলনাড়ু সরকার এবং ইডি-র সংঘাত চরমে পৌঁছেছে৷ পাঁচ জন জেলাশাসককে তলব করেছে ইডি৷ যার তীব্র বিরোধিতা করেছে রাজ্য৷ বিষয়টি আদালতেও গড়িয়েছে৷ রাজ্য সরকারকে কিছুটা স্বস্তি দিয়ে অবশ্য ওই পাঁচ জেলাশাসকের হাজিরার উপরে স্থগিতাদেশ জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট৷ তবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
advertisement
বিরোধী শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সংঘাত অবশ্য নতুন কিছু নয়৷ পশ্চিমবঙ্গ, দিল্লির মতো তামিলনাড়ুতেও ছবিটা একই৷ সেখানে অবশ্য ইডি অফিসারের গ্রেফতারিতে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ুতে উলাটপুরাণ! কেন্দ্রীয় এজেন্সির অফিসেই তল্লাশি চালাবে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement