Police: নৃশংস! বালি পাচার রুখতে গিয়েছিলেন, BJP শাসিত মধ্যপ্রদেশে পুলিশ অফিসারকে পিষে মারল বালি মাফিয়ারা

Last Updated:

Police: জানা গিয়েছে, শনিবার রাতে বালি পাচারের খবর পেয়ে দুই কনস্টেবলকে নিয়ে দুষ্কৃতীদের ধরতে হানা দেন মহেন্দ্র।

নৃশংস ঘটনা
নৃশংস ঘটনা
ভোপাল: পশ্চিমবঙ্গে বালি পাচার নিয়ে বিজেপি বারবার নিশানা করেছে শাসক দল তৃণমূলকে। অন্যান্য দুর্নীতির সঙ্গে এ রাজ্যে বালি পাচারও উঠে এসেছে একই সারিতে। কিন্তু লোকসভা ভোটের মাঝেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বালি মাফিয়ারা যা ঘটল, তা রীতিমতো শিউরে ওঠার মতো। পাচার রুখতে গিয়ে বালি মাফিয়াদের হাতে খুন হতে হল পুলিশের এক সাব-ইনস্পেক্টরকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে। নিহত পুলিশ অফিসারের নাম মহেন্দ্র বাগরি।
জানা গিয়েছে, শনিবার রাতে বালি পাচারের খবর পেয়ে দুই কনস্টেবলকে নিয়ে দুষ্কৃতীদের ধরতে হানা দেন মহেন্দ্র। পুলিশ আসছে দেখেই বালি মাফিয়ারা আক্রমণ করে। পুলিশের সংখ্যাও ছিল কম। বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশকর্মীদের তাড়া করতে গিয়ে এক বালি মাফিয়া মহেন্দ্রকে ট্র্যাক্টর দিয়ে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই সাব ইন্সপেক্টর। তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক্টর। দুই কনস্টেবল কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান। তাঁরাই ফোন করে থানায় গোটা বিষয়টি জানায়। পরে পুলিশের বড় বাহিনী এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। বাকিরা এখনও পলাতক।
advertisement
ওই এলাকার বালি মাফিয়া বলে পরিচিত আশুতোষ সিং এবং তাঁর পুত্র সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগেও ওই এলাকায় বালি পাচার রুখতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে পুলিশ। গত বছরের নভেম্বর মাসে রাজস্ব দফতরের এক অফিসারকেও এখানে ট্র্যাক্টর দিয়ে পিষে মারা হয়েছিল বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Police: নৃশংস! বালি পাচার রুখতে গিয়েছিলেন, BJP শাসিত মধ্যপ্রদেশে পুলিশ অফিসারকে পিষে মারল বালি মাফিয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement