খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত নিউজ১৮-এর মহিলা সাংবাদিক !

Last Updated:

খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সাংবাদিক ৷

#গুয়াহাটি: খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সাংবাদিক ৷ অসম-মিজোরাম সীমান্তের সমস্যা কভার করতে গিয়ে পুলিশের হাতেই আক্রান্ত হলেন নিউজ ১৮-এর মহিলা সাংবাদিক এমি লবেই ৷ ঘটনাস্থলে লাঠিচার্জ করে পুলিশ ৷ লাঠির ঘা থেকে নিস্তার পাননি ওই মহিলা সাংবাদিকও ৷ কাঁধে ও পিঠে গুরুতর চোট পান এমি ৷ স্থানীয় বৈরবী হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি ৷
28872243_2048746651806339_206673478391169024_n
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর এদিন ঘটনাস্থলে লাঠিচার্জের পাশাপাশি গুলিও ছোঁড়ে পুলিশ ৷ দু’জন ব্যক্তি তাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ মিজোরাম সীমান্ত ঘেষা অসমের হেলাকান্ডি জেলায় বহুদিন ধরেই অশান্তি চলছে ৷ সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন নিউজ ১৮-এর সাংবাদিক এমি ৷  পুলিশের লাঠিচার্জ থেকে রক্ষা পাননি তিনিও ৷ সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা এখন দেশে প্রতিনিয়তই ঘটছে ৷ ত্রিপুরায় গত বছর সেপ্টেম্বরেই দু’জন সাংবাদিককে গুলি করে মারা হয় ৷ এসমস্ত ঘটনা থেকে একটাই প্রশ্ন উঠছে- ‘ফ্রিডম অফ প্রেস’ বর্তমানে আদৌ আছে কি ?
advertisement
advertisement
29027851_2048746588473012_4010263663523921920_n
বাংলা খবর/ খবর/দেশ/
খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত নিউজ১৮-এর মহিলা সাংবাদিক !
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement