হাসপাতালে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৩

Last Updated:
#মুম্বই: হেনস্থার শিকার হয়ে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফাতর করল পুলিশ৷ মৃত চিকিৎসক পায়েল তাদভির মায়ের অভিযোগ অনুযায়ী পায়েলের তিন সিনিয়র ভক্তি মেহারে, হেমা আহুজা ও অঙ্কিতা খান্ডেলওয়ালকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই৷
গত ২২ মে আত্মহত্যা করেন মুম্বইয়ের বিওয়াইএল নায়ার হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পায়েল তাদভি৷ তার স্বামী সলমন ও মা আবিদা সালিমের অভিযোগ পায়েল দলিত হওয়ার কারণে তাকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত অপমান করছিলেন ওই তিনজন৷ পায়েলকে শারীরিক হেনস্থা করা হয়েছিল বলেও জানান তারা৷ এমনকী তাদের অভিযোগ পায়েলকে খুনও করা হয়ে থাকতে পারে৷
পায়েলের মা আবিদার বক্তব্য অনুযায়ী, ছোটখাট বিষয় নিয়ে পায়েলকে ক্রমাগতা হেনস্থার শিকার হতে হয়েছিল৷ রোগীদের সামনে তার মুখে ফাইল ছুড়ে মারা হতো৷ তবে আবিদা লিখিত অভিযোগ জানাতে বললেও নিজের কেরিয়ারের ক্ষতি হওয়ার ভয়ে পায়েল রাজি হননি৷
advertisement
advertisement
অন্যদিকে, তিন অভিযুক্তের দাবি পুলিশ ও মিডিয়ার চাপে তাদের ফাঁসানো হচ্ছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায়(আত্মহত্যায় প্ররোচনা) মামলা রুজু করা হয়েছে৷
পায়েলের মৃত্যুর পরদিন থেকেই ফাইট ফর জাস্টিস ফর আওয়ার ইয়াঙ্গার সিসটার নাম দিয়ে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষকে ৮ দিনের মধ্যে জবাব দিতে বলেছে জাতীয় মহিলা কমিশন৷
বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement