#নয়াদিল্লি: পকসো আইনে বড়সড় সংশোধনীতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা । ১৮ বছর বয়সের কম বয়সীদের যৌন নিগ্রহে মৃত্যুদন্ডের শাস্তি পর্যন্ত হতে পারে ।
নাবালকদের যৌন নিগ্রহের মতো অপরাধের জন্য আরও কঠোরতর হতে চলেছে সাজা ও এই অপরাধে হতে পারে মৃত্যুদন্ডও, এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ ।
Union Law Minister, Ravi Shankar Prasad: Cabinet has approved death penalty in aggravated sexual offences under the Protection of Children from Sexual Offences (POCSO) Act. pic.twitter.com/E1JB8xCOOq
— ANI (@ANI) December 28, 2018
প্রাকৃতিক দুর্যোগ ও অন্য কোনও দুর্ঘটনার সময় শিশুদের উপর যৌন অত্যাচারের ঘটনা আটকাতে আরও কয়েকটি আইনি পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাসায়নিক বা কোনও হরমোনাল ওষুধের সাহায্যে শিশুদের যৌনভাবে পরিণত করে তোলার ঘটনা আটকাতেও আইনি প্রস্তাব রয়েছে সংশোধনীতে ।
শিশু পর্ণোগ্রাফি আটকাতেও কড়া হবে আইন । পর্ণোগ্রাফি থাকলে, বা ভিডিও ডিলিট করলে বা অভিযোগ না জানালেও ভারি জরিমানা হতে পারে, জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death Penalty, POCSO Act, পকসো আইন, শিশু নিগ্রহ