TN Polls : প্রতীক 'আম'! ভোটারদের মন জিততে বাজারে আম বিক্রি করলেন প্রার্থী

Last Updated:

ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। ৬ এপ্রিল শুরু হতে চলেছে তামিলনাডুর বিধানসভা নির্বাচন। তার আগে ভোটপ্রচার তুঙ্গে।

#চেন্নাই : ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। ৬ এপ্রিল শুরু হতে চলেছে তামিলনাডুর (Tamil Nadu) বিধানসভা নির্বাচন। তার আগে ভোটপ্রচার তুঙ্গে। রোড শো, জনসভা থেকে জনসাধারণের সঙ্গে আলাপচারিতা সব কিছু নিয়ে জমে উঠেছে ভোট -চিত্র। এরই মধ্যে নজর কাড়লেন এক প্রার্থী। ভোট চাইতে রীতিমতো বাজারে দাঁড়িয়ে আম বিক্রি করতে দেখা গেল তাঁকে।
২৪০ আসনের তামিলনাডু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এক দফায়। তার আগেই চিপক বিধানসভা কেন্দ্রে ট্রিপলিকেন বাজারে দেখা গেল আভা কাসালি নামের ওই প্রার্থীকে। ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তিনি। পাট্টালি মাক্কাল কাটচি বা পিএমকে-র এই প্রতিনিধিকে দেখা গিয়েছে প্রচারে বেরিয়ে এমনই অভিনব কাণ্ড ঘটাতে।
advertisement
advertisement
কিন্তু কেন আচমকা আম বিক্রি করলেন তিনি? আসলে তাঁর দলের প্রতীকই যে আম। নিজেদের প্রতীককে সকলের কাছে পৌঁছে দিতেই এই অদ্ভুত পন্থা বেছে নিয়েছেন প্রার্থী। সংবাদ সংস্থা এএনআইকে কাসালি জানিয়েছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, ”আমি এখানে দাঁড়িয়ে আম বিক্রি করছি। উনি (স্টালিন) তো জীবনের এই সংগ্রামের কথা জানেন না। সামাজিক সমস্যা সম্পর্কে ওঁর কোনও জ্ঞানই নেই। আমি নিশ্চিত আমিই জিতব। মানুষ আর তাঁর কাছে বোকা হবেন না। এখনও পর্যন্ত উনি একবারও এখানে পা-ই রাখেননি।”
advertisement
প্রসঙ্গত, নির্বাচনে প্রার্থীদের অভিনব কায়দায় ভোট চাওয়ার উদাহরণ কিছু নতুন কথা নয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এর আগেও খোদ প্রার্থীকে জনসাধারণের ময়লা জামা-কাপড় কাচতে দেখা গিয়েছে এই তামিলনাড়ুতে। ভোটে জিতলে ওয়াশিং মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থী, তাই এই আম-প্রার্থীকে দেখে তাজ্জব হওয়ার বোধহয় কিছু নেই। কারণ, ভোট যে বড় বালাই!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TN Polls : প্রতীক 'আম'! ভোটারদের মন জিততে বাজারে আম বিক্রি করলেন প্রার্থী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement