রবিবার 'পরীক্ষা পে চর্চা' ২.০,পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গতবছরের মত এবছরও দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পর চর্চা' ২.০।
#নয়াদিল্লি: পড়াশোনা নিয়ে মানসিক চাপ ? পড়ায় মনোযোগ কমে যাচ্ছে? ডিজিটাল যুগে টেকনোলজি কীভাবে পড়াশোনায় সাহায্য করতে পারে ? ২০ জানুয়ারি সব প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। গতবছরের মত এবছরও দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পর চর্চা' ২.০।
Students of all Kendriya Vidyalayas #KVS across the country are excited to join the most unique discussion on Examination with PM Sh. @narendramodi ji #ParikshaPeCharcha2020 on 20th January 03 Days to go… pic.twitter.com/wDisY9xRwb
— Kendriya Vidyalaya Sangathan (@KVS_HQ) January 17, 2020
advertisement
advertisement
ক্লাস সিক্স থেকে টুয়েলভ্ পর্যন্ত পড়ুয়াদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবছরের 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে পড়ুয়াদের আত্মবিশ্বাস বৃদ্ধির পথ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। অভিভাবকদের পরামর্শ দিয়েছিলেন শুধুই বইমুখী পড়া নয়, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে পড়ুয়াদের। কাজে লাগাতে হবে টেকনোলজিকে। এবছর কী পরামর্শ দেন মোদি সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা।
Location :
First Published :
January 17, 2020 4:35 PM IST