স্ট্যাচু অফ ইউনিটি! বিশ্বের সর্বোচ্চ মূর্তি দেশবাসীকে উত্‍‌সর্গ মোদির

Last Updated:

স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন৷ সর্দার পটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে উদযাপন করতেই এই সুবিশাল মূর্তি৷

#সুরাট: উচ্চতায় প্রায় ৬০০ ফুট৷ চিনের স্প্রিং টেম্পলের বুদ্ধ মূর্তির চেয়েও ২৩ মিটার উঁচু৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টি থেকেও৷ স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্মোচন করলেন সর্দার বল্লভভাই পটেলের মূর্তিটি৷
ভারতের 'লৌহমানব' ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী৷ স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন৷ সর্দার পটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে উদযাপন করতেই এই সুবিশাল মূর্তি৷
advertisement
advertisement
স্টাচু অফ ইউনিটি -- ছবি সৌজন্য -- প্রধানমন্ত্রীর টুইটার স্টাচু অফ ইউনিটি -- ছবি সৌজন্য -- প্রধানমন্ত্রীর টুইটার
গুজরাটের কেবাডিয়ায় এই মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্রভাই দামোদর দাস মোদি৷ মূর্তিটি জনসাধারণের জন্য খোলা হবে ৩ নভেম্বর৷ ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহও৷
advertisement
টিকিট মিলছে www.soutickets.in-এ৷ নর্মদা নদীর তীরে এই সুবিশাল মূর্তির সঙ্গে যোগসূত্র স্থাপন করবে ৩.৫ কিমি হাইওয়ে৷ সোজা কেবাডিয়া শহর পর্যন্ত৷ মূর্তিটি তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৯৮৯ কোটি টাকা৷
advertisement
advertisement
জেনে নেওয়া যাক স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে কিছু তথ্য-- ১. বিশ্বের সবচেয়ে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু৷ মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T৷ এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে৷
advertisement
স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি
২. ৩ হাজার কর্মী সাড়ে ৩ বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন৷ যার মধ্যে L&T-র ৩০০ ইনজিনিয়ার রয়েছেন৷
advertisement
৩. ২০১০ সালে আহমেদাবাদে পুরভোটের মুখে মূর্তিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷
৪. ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন৷
৫. পদ্মভূষণ প্রাপ্ত ভাস্কর রাম ভি সুতার মূর্তিটির নেপথ্যে রয়েছেন৷ অসাধারণ ব্রোঞ্জের কাজ করেছে চিনের বিখ্যাত সংস্থা৷
৬. একসঙ্গে ২০০ মানুষ যাতে মূর্তিটি চাক্ষুষ করতে পারেন, তার জন্য বিশাল গ্যালারি তৈরি করা হয়েছে৷
৭. তিনটি স্তরের এই মূর্তির একদম উপরের স্তর কংক্রিটের৷ দ্বিতীয় স্তর স্টিল ও তৃতীয় স্তরে ৮এমএম ব্রোঞ্জের৷
৮. মূর্তির মাথায় পৌঁছতে দুটি লিফট থাকছে৷ একসঙ্গে ২৬ জনকে চটজলদি উপরে নিয়ে যাবে সেই লিফট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্ট্যাচু অফ ইউনিটি! বিশ্বের সর্বোচ্চ মূর্তি দেশবাসীকে উত্‍‌সর্গ মোদির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement