নয়া দিল্লি: ২০২০ সাল থেকেই মানুষের জীবনে সব থেকে বড় আতঙ্কের নাম কোভিড ১৯। কোভিড আসার পর থেকেই বদলে যায় মানুষের জীবন। যদিও কোভিড প্রথম দিকে ভারতে প্রবেশ করেনি। অনেকেই ভাবতে পারেননি যে কোভিড ভারতেও আসতে পারে। তবে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই সচেতন থেকেছেন। কোভিড ১৯-কে তিনি প্রথম থেকেই গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কোভিড-১৯ কখনোই বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বিশ্বের পিঠ ভেঙে দেওয়া মহামারী সম্পর্কে তাঁর বিশদ মূল্যায়নে, প্রধানমন্ত্রী মোদি, যিনি 'দ্য ভায়াল - ইন্ডিয়া'স ভ্যাকসিন স্টোরি' --- দেশের কোভিড -১৯ ভ্যাকসিন যাত্রার ইতিহাস টিভি১৮-এর নতুন ডকুমেন্টারিতে --- বলেছেন রোগীতে উপচে পড়া হাসপাতাল এবং মৃতদেহের ছবির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মহামারীর তীব্রতা সামনে এসেছিল। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, " এটা সত্যি যে প্রথম দিকে এই ভাইরাসের থেকে ভারত অনেকটাই দূরে ছিল। বিশ্ব অত্যন্ত ছোট, আন্তঃসম্পর্কিত, আন্তঃসংযুক্ত এবং আন্তঃনির্ভর! আমার মনের প্রথম চিন্তা ছিল যে মহামারীটি বিশ্বের বাকি অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ভারতকে কখনই আঘাত করবে না, এমন হতে পারে না। এমন ভাবা বোকামি হবে।"
ভাইরাসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে নরেন্দ্র মোদিকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। প্রথম শোনা গিয়েছিল লকডাউন শব্দটি। লকডাউন আরোপের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন মোদি। সে সময় তিনি বলেছিলেন, "“মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজেকে বাঁচানো। ‘জান হ্যায় তো জাহান হ্যায়’। আমি এই বিষয়ে মানুষকে শিক্ষিত করতে পেরেছি।” প্রধানমন্ত্রী স্বীকার করেছেন লকডাউনের জন্য অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই সমস্যায় পড়বে। তারপরেও দীর্ঘ সময় মানুষ জনতা কারফিউ মেনে চলে। প্রধানমন্ত্রী বলেছিলেন, "এটা গোটা বিশ্বের জন্য সব থেকে বড় চমক যে ভারতের মতো এত বড় একটা দেশের সব মানুষকে গৃহবন্দি বা লকডাউনে বাঁধা সম্ভব হয়েছিল। যা এত সফলভাবে আর কোনও দেশ করতে পারেনি।"
আরও পড়ুন: 'ডকুমেন্টারির মাধ্যমে কোভিড যোদ্ধাদের আমার কুর্ণিশ','দ্য ভায়াল' মুক্তির আগে মনোজ বাজপেয়ী
হিস্ট্রি TV১৮-এর ৬০-মিনিটের ডকুমেন্টারি, অভিনেতা মনোজ বাজপেয়ীর দ্বারা বর্ণিত, একটি অদৃশ্য শত্রুর মুখে ভারতের দৃঢ়তার গল্প এবং কীভাবে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অভূতপূর্ব সময়সীমার মধ্যে কোভিড -১৯ ভ্যাকসিন তৈরি এবং বিতরণ করেছে তার বিবরণ দেয়। শুক্রবার রাত ৮ টায় হিস্ট্রি টিভি ১৮-এ প্রিমিয়ার হওয়া ‘দ্য ভায়াল – ইন্ডিয়া’স ভ্যাকসিন স্টোরি’-তে অনেকগুলি প্রথম এবং বেশ কিছু অজানা গল্প রয়েছে যা এটিকে অবশ্যই দেখার মতো করে তোলে। এতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের সাক্ষাৎকারও রয়েছে --- ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের চেয়ারম্যান ডক্টর কৃষ্ণা এলা --- অন্যান্যদের সাহায্য করার জন্য ভারতের উদ্যোগ যেমন CoWIN অ্যাপ এবং ভ্যাকসিন মৈত্রীর বিশদ বিবরণ রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Vaccine Story, Narendra Modi, The Vial