PM Modi Speech| লকডাউন নিয়ে মোদি আজ ঠিক কী কী বললেন, জেনে নিন এক ক্লিকে

Last Updated:

আমরা যে সামাজিক দূরত্ব মানছি, এটাই একমাত্র বাঁচার রাস্তা৷ কিছু রাজ্য ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন৷ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন থাকবে৷

#নয়াদিল্লি: লকডাউনের মেয়াদ যে বাড়ছে, তা নিয়ে মোটামুটি নিশ্চিত ছিলই গোটা দেশ৷ তবে তা অনেকেই ভেবেছিলেন ৩০ এপ্রিল পর্যন্ত৷ কিন্তু আদতে তা বেড়ে হল ৩ মে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ৩মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন৷ একই সঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপের কথাও জানালেন মোদি৷ দেখে নিন এক নজরে৷
১. এত সমস্যা সত্ত্বেও গোটা ভারত একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করছে৷ এটাই তো শক্তি৷ এটাই তো 'We, the people of India', যা সংবিধানের শুরুতেই লেখা রয়েছে৷ বিআই আম্বেদকরের জন্মদিনে এটাই আমাদের পথ৷
২. ভারতে গোটা বছর ধরেই উত্‍সব চলে৷ আপনারা ঘরে বসেই উত্‍সব পালন করছেন৷ নতুন বছরে আপনার ও আপনাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করি৷
advertisement
advertisement
৩. করোনা আক্রান্ত দেশগুলি থেকে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের স্ক্রিনিং চলছে তখন থেকে, যখন এই দেশে একটিও করোনা আক্রান্ত ছিল না৷ যখন দেশে ৫৫০ জন করোনা আক্রান্ত, তখন আমরা ২১ দিন লকডাউন ঘোষণা করেছি৷ অন্য দেশের মতো অপেক্ষা করিনি৷ ঠিক সময়ে পদক্ষেপ করেছি৷
advertisement
৪. আমরা যে সামাজিক দূরত্ব মানছি, এটাই একমাত্র বাঁচার রাস্তা৷ কিছু রাজ্য ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন৷ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন থাকবে৷
৫. প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে৷ কিন্তু ভারতীয়দের জীবনের চেয়ে তা বেশি মূল্যবান নয়৷ আমরা এই মহামারি ছড়াতে দেব না৷
৬. দেশের করোনা হটস্পট এলাকাগুলিতে নজরদারি চলবে৷ আর হটস্পট বাড়তে দেব না৷ তাই আগামী এক সপ্তাহ নিয়ম কঠোর হবে৷ সব রাজ্য ও জেলাকে মনিটর করা হবে৷ আগামিকাল সরকার গাইডলাইন প্রকাশ করবে৷ পরিকল্পনা মাফিক এলাকা ধরে ধরে ২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে৷
advertisement
৭. ঘরের দরজার সামনে লক্ষ্মণ রেখা টেনে দিন৷ কেউ বেরোবেন না৷ ডাক্তার, নার্স-সহ করোনা-যোদ্ধাদের পাশে থাকুন৷ Aarogya Setu অ্যাপ ডাউনলোড করুন৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speech| লকডাউন নিয়ে মোদি আজ ঠিক কী কী বললেন, জেনে নিন এক ক্লিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement