PM Modi Speech| লকডাউন নিয়ে মোদি আজ ঠিক কী কী বললেন, জেনে নিন এক ক্লিকে

Last Updated:

আমরা যে সামাজিক দূরত্ব মানছি, এটাই একমাত্র বাঁচার রাস্তা৷ কিছু রাজ্য ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন৷ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন থাকবে৷

#নয়াদিল্লি: লকডাউনের মেয়াদ যে বাড়ছে, তা নিয়ে মোটামুটি নিশ্চিত ছিলই গোটা দেশ৷ তবে তা অনেকেই ভেবেছিলেন ৩০ এপ্রিল পর্যন্ত৷ কিন্তু আদতে তা বেড়ে হল ৩ মে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ৩মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন৷ একই সঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপের কথাও জানালেন মোদি৷ দেখে নিন এক নজরে৷
১. এত সমস্যা সত্ত্বেও গোটা ভারত একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করছে৷ এটাই তো শক্তি৷ এটাই তো 'We, the people of India', যা সংবিধানের শুরুতেই লেখা রয়েছে৷ বিআই আম্বেদকরের জন্মদিনে এটাই আমাদের পথ৷
২. ভারতে গোটা বছর ধরেই উত্‍সব চলে৷ আপনারা ঘরে বসেই উত্‍সব পালন করছেন৷ নতুন বছরে আপনার ও আপনাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করি৷
advertisement
advertisement
৩. করোনা আক্রান্ত দেশগুলি থেকে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের স্ক্রিনিং চলছে তখন থেকে, যখন এই দেশে একটিও করোনা আক্রান্ত ছিল না৷ যখন দেশে ৫৫০ জন করোনা আক্রান্ত, তখন আমরা ২১ দিন লকডাউন ঘোষণা করেছি৷ অন্য দেশের মতো অপেক্ষা করিনি৷ ঠিক সময়ে পদক্ষেপ করেছি৷
advertisement
৪. আমরা যে সামাজিক দূরত্ব মানছি, এটাই একমাত্র বাঁচার রাস্তা৷ কিছু রাজ্য ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন৷ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন থাকবে৷
৫. প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে৷ কিন্তু ভারতীয়দের জীবনের চেয়ে তা বেশি মূল্যবান নয়৷ আমরা এই মহামারি ছড়াতে দেব না৷
৬. দেশের করোনা হটস্পট এলাকাগুলিতে নজরদারি চলবে৷ আর হটস্পট বাড়তে দেব না৷ তাই আগামী এক সপ্তাহ নিয়ম কঠোর হবে৷ সব রাজ্য ও জেলাকে মনিটর করা হবে৷ আগামিকাল সরকার গাইডলাইন প্রকাশ করবে৷ পরিকল্পনা মাফিক এলাকা ধরে ধরে ২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে৷
advertisement
৭. ঘরের দরজার সামনে লক্ষ্মণ রেখা টেনে দিন৷ কেউ বেরোবেন না৷ ডাক্তার, নার্স-সহ করোনা-যোদ্ধাদের পাশে থাকুন৷ Aarogya Setu অ্যাপ ডাউনলোড করুন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speech| লকডাউন নিয়ে মোদি আজ ঠিক কী কী বললেন, জেনে নিন এক ক্লিকে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement