#নয়াদিল্লি: ‘‘দলিতদের উপর অত্যাচারের দৃশ্য কোনও সভ্য সমাজে দেখতে পাওয়াটা অত্যন্ত হতাশজনক ঘটনা ৷ জাতিভেদ বা সাম্প্রদায়িক ভোট ব্যাঙ্ক ইতিমধ্যেই আমাদের দেশকে নানাভাবে নষ্ট করেছে ৷’’ CNN-News18-এর গ্রুপ এডিটার রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘ আমাদের এজেন্ডা একটাই, সেটা হল উন্নয়ন ৷ তবে এমন অনেকে রয়েছেন যাঁরা চান না এমন সরকার ক্ষমতায় আসুক ৷ তাঁরা চান না পুরোনো সাম্রাজ্য চলে যাক, সেই সমস্ত মানুষরা সত্যি উন্নয়নের পথে প্রধান বাধা ৷’’
প্রায় ৭৫ মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, ক্ষমতায় আসার পর কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাঁকে ৷ পরিসংখ্যান অনুযায়ী গত সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক হিংসা বা জাতিগত সমস্যা যে পরিমাণ হয়েছিল, তা তাঁর সময় অনেকাংশেই কমেছে বলে দাবি প্রধানমন্ত্রী মোদির ৷
দেশে বিজেপিরই সবচেয়ে বেশি দলিত বিধায়ক ও সাংসদ রয়েছে ৷ এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ আমাদের সংস্কৃতি হাজার বছরেরও পুরোনো ৷ আমাদের সমাজে ভারসাম্যহীনতা অনেকসময়েই চোখে পড়েছে আমাদের ৷ এই সমস্যার থেকে আমাদের সমাজকে উদ্ধার করতে হবে ৷ এটা হল একটা সামাজিক সমস্যা ৷ যার শিকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত ৷ রাজনীতি সমাজের এই ভারসাম্যহীনতার সমস্যাকে আরও গভীর করেছে ৷ ’’
আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সবমিলিয়ে দেশের মোট ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ যাদের মধ্যে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ নির্বাচন ৷ এপ্রসঙ্গে মোদি বলেন, ‘‘ আমাদের দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ যাদের মধ্যে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ নির্বাচন ৷ বিজেপির পক্ষ থেকে বলা যায়, আমরা উন্নয়নের ইস্যু নিয়েই নির্বাচনে লড়ব ৷ আমাদের মূল ফোকাস হল কৃষক ও গ্রামের উন্নয়ন, যুবক-যুবতীর চাকরীসংস্থান ৷ এছাড়া দেশের মধ্যে সুখ-শান্তি বজায় রাখা ও ঐক্য ধরে রাখার বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়গুলির উপর জোর দিয়েই আমরা আগামী দিনে পদক্ষেপ নেব ৷’’
দেখুন আজ রাত ৯টা ও ১১টা-য় CNN-News18-সহ Network-18-এর সমস্ত টিভি চ্যানেল ও ডিজিটাল সাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্সক্লুসিভ সাক্ষাৎকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #PMSpeaksToNetwork18, CNN-News 18, EXclusive Interview, Network 18, PM Modi, PM Modi Interview, PM Speaks To Network18, Rahul Joshi