#নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিক জমি মামলার চুড়ান্ত রায় ঘোষণার পর ফের আরও একবার দেশবাসীর কাছে শান্তি রক্ষার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ট্যুইট করে বলেন, ‘রায়কে হার-জিত হিসেবে দেখা উচিত নয় ৷ রাম থাকুক বা রহিম ভক্তি থাকুক ৷ এখন ভারত ভক্তিকেই গুরুত্ব দেওয়া উচিত ৷ শান্তি ও সহাবস্থান বজায় থাকুক ৷ ’
৭০ বছরের টানাপোড়েন ও ২৬ বছরের আইনি যুদ্ধ শেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষণা ৷ অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷ অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রামমন্দির। অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিতর্কিত জায়গার বাইরে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। রায় কার্যকরের জন্য কেন্দ্রকে ট্রাস্ট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের।
देश के सर्वोच्च न्यायालय ने अयोध्या पर अपना फैसला सुना दिया है। इस फैसले को किसी की हार या जीत के रूप में नहीं देखा जाना चाहिए। रामभक्ति हो या रहीमभक्ति, ये समय हम सभी के लिए भारतभक्ति की भावना को सशक्त करने का है। देशवासियों से मेरी अपील है कि शांति, सद्भाव और एकता बनाए रखें।
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya Case, Ayodhya Ram Mandir, Ayodhya Verdict, Babri Masjid Disput, Babri Masjid Verdict, Modi Tweet, PM Narendra Modi