‘রামভক্তি হোক বা রহিমভক্তি, এখন সময় ভারতভক্তির’, ঐতিহাসিক অযোধ্যা রায়ের পর দেশবাসীর কাছে শান্তিরক্ষার আর্জি মোদির

Last Updated:

রায়কে হার-জিত হিসেবে দেখা উচিত নয়, বলেন প্রধানমন্ত্রী মোদি

#নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিক জমি মামলার চুড়ান্ত রায় ঘোষণার পর ফের আরও একবার দেশবাসীর কাছে শান্তি রক্ষার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ট্যুইট করে বলেন, ‘রায়কে হার-জিত হিসেবে দেখা উচিত নয় ৷ রাম থাকুক বা রহিম ভক্তি থাকুক ৷ এখন ভারত ভক্তিকেই গুরুত্ব দেওয়া উচিত ৷ শান্তি ও সহাবস্থান বজায় থাকুক ৷ ’
৭০ বছরের টানাপোড়েন ও ২৬ বছরের আইনি যুদ্ধ শেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষণা ৷ অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷ অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রামমন্দির। অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।  বিতর্কিত জায়গার বাইরে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। রায় কার্যকরের জন্য কেন্দ্রকে ট্রাস্ট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের।
advertisement
এই রায়ের পরই প্রধানমন্ত্রী মোদি ট্যুইটে বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই প্রক্রিয়ার মাধ্যমে আরও একবার প্রমাণিত হল, বিবাদ মেটাতে আইনি প্রক্রিয়ায় আস্থা জরুরি ৷ মামলায় প্রতিটি পক্ষকে নিজেদের কথা ও দলিল পেশ করার যথেষ্ট সময় দিয়েছে আদালত ৷ সব শুনে শীর্ষ আদালত সৌহার্দ্যপূর্ণভাবে বহু বছরের পুরনো ঝগড়ার সমাধান করল ৷’ এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন, ‘আদালতের এই রায় জনসাধারণের বিশ্বাসকে আরও মজবুত করবে ৷ এখন আমাদের দেশের ১০০০ বছরেরও পুরনো সৌহার্দ্য ও ঐক্যকে মনে রেখে ১৩০ কোটি ভারতীয়র শান্তি ও সংযমের পরিচয় দেওয়া উচিত ৷ ’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রামভক্তি হোক বা রহিমভক্তি, এখন সময় ভারতভক্তির’, ঐতিহাসিক অযোধ্যা রায়ের পর দেশবাসীর কাছে শান্তিরক্ষার আর্জি মোদির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement