টার্গেট বাংলা! দিলীপ-সহ রাজ্যের সব BJP সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক মোদির

Last Updated:

ইতিমধ্যেই বাংলা থেকে কম করে ৮ থেকে ৯ জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ শুধু লোকসভা কেন্দ্র ধরে আলোচনা নয়, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সাংসদদের থেকে আলাদা করে শুনছেন প্রধানমন্ত্রী৷

#নয়াদিল্লি: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সভা করছেন৷ এ দিকে বিজেপি ঘোষণা করে দিয়েছে, এ বার টার্গেট বাংলা৷ পশ্চিমবঙ্গকে যে বিজেপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তার প্রমাণ রাজ্যে বিজেপি-র সব সাংসদদের সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুধু দেখা করাই নয়, প্রতিটি সাংসদের সঙ্গে আলাদা করে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা ধরে বৈঠকও করছেন মোদি৷ আগামী কয়েক দিন ধরেই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মোদি৷
ইতিমধ্যেই বাংলা থেকে কম করে ৮ থেকে ৯ জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ শুধু লোকসভা কেন্দ্র ধরে আলোচনা নয়, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সাংসদদের থেকে আলাদা করে শুনছেন প্রধানমন্ত্রী৷ News18-কে বিজেপি সাংসদরা জানিয়েছেন, তাঁরা তাঁদের লোকসভা কেন্দ্রের সব ইস্যু মোদির কাছে তুলে ধরেছেন৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ভোট কৌশলের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement
কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে কী রকম সাড়া, কতজনের কাছে প্রকল্পের লাভ পৌঁছচ্ছে, তা নিয়েও সাংসদদের থেকে খোঁজ খবর নেন মোদি৷ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সাংসদদের থেকে ফিডব্যাক-ও চেয়েছেন তিনি৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দেখা করেছেন মোদির সঙ্গে৷ তাঁর কথায়, 'আমরা ভাগ্যবান যে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আমাদের গাইড করছেন৷ রাজ্যে কী চলছে, সে বিষয়ে তাঁদের কান খোলা রয়েছে৷'
advertisement
advertisement
আরেক বিজেপি সাংসদ খগেন মুর্মুর কথায়, 'দলের সংগঠনকে আরও মজবুত করতে বললেন মোদি৷ লক্ষ্য খুব পরিষ্কার৷ বাংলায় চাই পরিবর্তন৷'
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বললেন, 'দেশের উপকারের জন্য বাংলা জয় করতেই হবে৷' ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন ২১০৷ কংগ্রেসের ৪২, বামেদের ২৮ ও বিজেপি-র ১৪টি আসন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টার্গেট বাংলা! দিলীপ-সহ রাজ্যের সব BJP সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক মোদির
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement