সংস্থার অধিকাংশ আয় পরোপকারে ব্যবহার করা হয়: রতন টাটা

Last Updated:

১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা Network 18-এর বিজনেস ট্যানেল CNBC TV 18-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকার ৷

#নয়াদিল্লি:  ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা Network 18-এর বিজনেস চ্যানেল CNBC TV 18-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে সংস্থার অধিকাংশ আয় পরোপকারে ব্যবহার করা হয়ে থাকে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গেল তাঁর মুখে ৷ তিনি বলেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে মোদির সঙ্গে তার পরিচয় ৷ নেতা হিসেবে তার উপর অনেক আস্থা রয়েছে ৷ যে কোনও বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তিনি যা একজন দক্ষ নেতার পরিচয় দেয় ৷
সিঙ্গুরে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেটি গুজরাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও মোদি কীভাবে সাহায্য করেছিলেন সে বিষয়েও এদিন আলোচনা করেন ৷ মাত্র তিনদিনের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী কারখানার তৈরির জায়গা দিয়েছিলেন ৷
আগামী ১০ বছরে দেশে আসতে চলেছে বড়সড় বদল বলে মনে করেন তিনি ৷ রতন টাটা আরও বলেন যে সংস্থা এই মুহূর্তে অত্যন্ত যোগ্য হাতে রয়েছে ৷ ব্যবসায়ে ওঠানামা লেগেই থাকে ৷ টাটা গ্রুপ লোকসানে চলছে এমন অনেক সংস্থাকে কিনে ফেলেছে এবং আগামী দিনেও তাই করবে ৷ আগামী ১০ বছর এই সংস্থা আরও বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখে ৷ আগামী দিনে আরও নতুন ব্যবসা, নতুন সংস্থা খোলার পরিকল্পনা রয়েছে ৷ তবে কোনও কিছুর সঙ্গে আপোষ করে নয় ৷
advertisement
advertisement
টাটা ১৫০ বছর পূর্ণ করেছে ৷ রতন টাটা জানান, ‘আমাদের সংস্থা একটি নীতি মেনে চলে ৷ আর তার জন্যেই এই জায়গায় পৌঁছতে পেরেছে ৷ এত বড় সংস্থা এতদিন সময় ধরে চলে আসলে সাধারণত তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ কিন্তু টাটা গ্রুপ এখনও তা অতিক্রম করতে পেরেছে এবং ভবিষ্যতেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব রকমের প্রচেষ্টা করে চলব ৷ আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে সংস্থার বদল আসতে চলেছে ৷ গ্রুপের বেশিরভাগ আয় পরোপকারে ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
টাটা আরও জানান, ‘নরেন্দ্র মোদি নতুন ভারত গড়ার প্রচেষ্টা করছেন ৷ দেশের উন্নয়নের জন্য একের পর এক নজিরবিহীন উদ্যোগ নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ৷ তাকে সফল করার জন্য আমাদের তাকে সবরকমের সাহায্য করা উচিৎ ৷’ তিনি আরও জানান যে মোদির নেতৃত্বের উপর তার পুরোপুরি আস্থা রয়েছে ৷
এদিনের সাক্ষাৎকারে টাটা গ্রুপ, দেশের অর্থনীতি থেকে রাজনীতি সব কিছু নিয়েই নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন রতন টাটা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সংস্থার অধিকাংশ আয় পরোপকারে ব্যবহার করা হয়: রতন টাটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement