#বেজিং: চিনে ব্রিকস সম্মেলনে সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী প্রধানমন্ত্রী। শান্তি ও উন্নয়নের জন্য জরুরি সহযোগিতা। ব্রিকস সম্মেলনে বার্তা নরেন্দ্র মোদির। বাণিজ্য ও অর্থনীতিই সহযোগিতার মূল ভিত্তি। স্বাস্থ্য, শৌচকর্ম, খাদ্য সুরক্ষা, লিঙ্গ সমতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। পাশাপাশি দারিদ্র্য দূর করতেও ভারত অনেক পদক্ষেপ করেছে। ব্রিকসভুক্ত দেশগুলি পারস্পরিক সহযোগিতাই উন্নয়নের চাবিকাঠি। বেজিঙে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এদিন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি জানান,
তিনি আরও বলেন,
সকলকে একজোট হয়ে উন্নয়নের বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ ব্রিকসের নবম সম্মেলনের উদ্বোধন করেন চিনা প্রেসিডেন্ট ৷ তিনিও একই সুরে জানান, আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নের স্বার্থে সমস্ত সমস্যার সমাধান একজোট হয়ে করতে হবে ৷ উন্নয়নের লক্ষ্য একটাই হওয়া উচিৎ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, BRICS 2017, BRICS Summit, China President Xi Jinping, Doklam standoff, Joint Action Against Terrorism, Narendra Modi, PM Narendra Modi Meets Xi in Xiamen