বারাণসীতে দেখা করবেন মোদি ও জিংপিং, গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে আলোচনা
Last Updated:
#নয়াদিল্লি: চলতি বছরের অক্টোবর মাসে ঘরোয়া বৈঠকে ফের মুখোমুখি হবেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিপুল জনসমর্থনে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর এটাই হতে চলেছে ভারত-চিনের প্রথম আনুষ্ঠানিক নয় এমন বৈঠক ৷ বৈঠকের জন্য নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
জানা গিয়েছে, অক্টোবরের ১১ তারিখ বারাণসীতে আলোচনায় বসবেন মোদি ও জিংপিং ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই চিনে বারাণসীতে বৈঠকের আয়োজনের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ভারত এবং তাতে সম্মতি জানিয়েছে চিনও ৷ এর আগে ২৭-২৮ এপ্রিল চিনে জিংপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷
তবে অক্টোবরের আগে জুনে সাংহাই কর্পোরেশন সম্মেলনে শি জিংপিংয়ের মুখোমুখি হবেন মোদি ৷ কিরগিস্থানের বিস্কেকে ১৩ ও ১৪ জুন এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ৷ এই সম্মেলনে শুধু চিনের প্রেসিডেন্টই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2019 11:49 AM IST