পাঁচ দিনের আফ্রিকা সফরে যাচ্ছেন মোদি, বক্তব্য রাখবেন উগান্ডার সংসদেও

Last Updated:
#নয়াদিল্লি:  আজ পাঁচদিনের আফ্রিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোয়ান্ডা, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি । মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রোয়ান্ডা যাবেন । প্রায় ২০ বছর পরে উগান্ডাতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী । প্রতিরক্ষা ও কৃষি ক্ষেত্রে সহযোগিতাই অগ্রাধিকার পেতে চলেছে এই বৈঠকগুলিতে ।
২৪-২৫ জুলাই রোয়ান্ডা ও উগান্ডায় রাষ্ট্রপতিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি । মূলত ব্যবসা-বাণিজ্য ও ভারতীয় সম্প্রদায় নিয়েই এই আলোচনা হবে । রোয়ান্ডার গণহত্যার স্মারক 'জেনোসাইড মেমোরিয়াল' পরিদর্শন করবেন মোদি । রোয়ান্ডা মূলত কৃষিনির্ভর দেশ। তাই প্রতিবছর বহু দরিদ্র পরিবারের হাতে একটি করে গাভী তুলে দেন সেখানকার প্রেসিডেন্ট পল কাগামে । এই অনুষ্ঠানের নাম 'গিরিংকা' । 'গিরিংকা' উৎসবেও অংশগ্রহণ করবেন মোদি ও এই পরিবারগুলির হাতে গাভী তুলে দেবেন মোদি ।
advertisement
এরপর উগান্ডার সংসদেও বিশেষ বক্তব্য রাখবেন মোদি । আবারও মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি উগান্ডার সংসদে বক্তব্য পেশ করবেন । এছাড়াও ভারত-উগান্ডা যুগ্ম বাণিজ্য সম্মেলনেও গুরুত্বপূর্ণ হতে চলেছে মোদির ভূমিকা । সেখানকার ভারতীয় বাসিন্দাদের নিয়েও একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন মোদি ।
advertisement
২৫-২৭ জুলাই দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন মোদি । দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সাথেও বিশেষ বৈঠকে বসতে চলেছেন মোদি । এছাড়াও ব্রিকসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন-সর্বাঙ্গীণ বৃদ্ধি, স্বাস্থ্য, শান্তিরক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন মোদি ।
advertisement
এই সফরকালে প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, কৃষি ও দুগ্ধ উৎপাদন বিষয়ক কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে । বিদেশমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের বৈদেশিক নীতিতে আফ্রিকাকে চিরকালই অগ্রাধিকার দেওয়া হয়েছে । মোদির এই সফর ভারত ও আফ্রিকার সম্পর্ককে আরও মজবুত করবে । প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ভারতীয় ক্রেডিট সহ প্রশিক্ষণ ও বৃত্তির প্রাপক রোয়ান্ডা । প্রসঙ্গত, গত চার বছরে ভারত ও আফ্রিকার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে । প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি মোট ২৩ বার আফ্রিকা পরিদর্শনে গিয়েছেন । তাই  বিশেষ কয়েকটি ক্ষেত্রে  প্রধানমন্ত্রীর এই সফর রীতিমত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঁচ দিনের আফ্রিকা সফরে যাচ্ছেন মোদি, বক্তব্য রাখবেন উগান্ডার সংসদেও
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement