৬ হাজার টাকা ঢুকবে ব্যাঙ্কে, আজই চালু করছেন মোদি
Last Updated:
গোরক্ষপুর সফরে এ দিন কিষাণ সম্মেলনেও যোগ দেবেন মোদি৷ এ বছর বাজেটে কিষাণ স্কিম ঘোষণা করা হয়৷ এই প্রকল্পে যে সব কৃষকদের ২ একরের কম জমি, তাঁদের বছরে তিন কিস্তিতে ৬ হাজার টাকা করে দেবে কেন্দ্র৷
#গোরক্ষপুর: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আজ অর্থাত্ রবিবার কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ উত্তরপ্রদেশেরমুখ গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদি৷ সেখানেই প্রথম কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে৷
গোরক্ষপুর সফরে এ দিন কিষাণ সম্মেলনেও যোগ দেবেন মোদি৷ এ বছর বাজেটে কিষাণ স্কিম ঘোষণা করা হয়৷ এই প্রকল্পে যে সব কৃষকদের ২ একরের কম জমি, তাঁদের বছরে তিন কিস্তিতে ৬ হাজার টাকা করে দেবে কেন্দ্র৷ প্রথম কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও গোরক্ষপুরে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন তিনি৷ এরপর দুপুর ১টা ৩০ মিনিটে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন মোদি৷
advertisement
আড়াইটেয় প্রয়াগরাজ পৌঁছবেন তিনি৷ বিকেল ৪টে ৪০ মিনিটে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী৷ ২৭ ফেব্রুয়ারি অমেঠি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির কেন্দ্র অমেঠি৷ কিন্তু সেই প্রোগ্রাম বাতিল হয়ে গিয়েছে৷
advertisement
আরও ভিডিও: সিওলে শান্তি পুরস্কারে সম্মানিত মোদি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2019 9:33 AM IST