#নয়াদিল্লি: গত বৃহস্পতিবার করোনা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বার্তায় উঠে এসেছিল করোনা নিয়ে মোকাবিলার নানা পন্থা ৷ সেই বক্তব্য থেকেই জনতা কার্ফু ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন ৷ এরপর বার বার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার থেকে লড়তে নানারকম বার্তা দিয়েছেন ৷ সতর্ক থাকতে বলেছেন, সচেতন থাকতে বলেছেন ৷ বলেছেন গৃহবন্দি হয়ে থাকতে ৷ করোনা থেকে লড়তে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনও ঘোষণা করা হয়েছে ৷
তবে এবার ফের দেশবাসীকে সচেতন করতে নিজেই এগিয়ে আসছেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবারের পর মঙ্গলবার ফের রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ৷ সে কথা তিনি নিজেই জানিয়েছেন ট্যুইট করে৷
মোদি ট্যুইট করে লিখেছেন, ‘ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ ৷ এই সময়ে দেশবাসীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই ৷ আর সেই উদ্দেশ্যেই ২৪ মার্চ রাত ৮ টা নাগাদ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করব ৷ ’
দেখুন মোদির সেই ট্যুইট--
वैश्विक महामारी कोरोना वायरस के बढ़ते प्रकोप के संबंध में कुछ महत्वपूर्ण बातें देशवासियों के साथ साझा करूंगा। आज, 24 मार्च रात 8 बजे देश को संबोधित करूंगा। Will address the nation at 8 PM today, 24th March 2020, on vital aspects relating to the menace of COVID-19.
— Narendra Modi (@narendramodi) March 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China Corona, Corona Virus, Corona world, Effects, India, PM Narendra Modi