কংগ্রেস মেনে নিল ৬০ বছরে ন্যায় করেনি, কংগ্রেসের 'ন্যায়' প্রকল্পকে কটাক্ষ মোদির

Last Updated:

দারিদ্র দূরীকরণ নিয়ে কংগ্রেসের 'ন্যায়' প্রকল্পকে জোর খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির কথায়, '৬০ বছরে দারিদ্র দূর করেনি, এটাই মেনে নিল কংগ্রেস৷'

#নয়াদিল্লি: ক্ষমতায় এলে দেশের ২৫ কোটি গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার কথা ইশতাহারে ঘোষণা করেছে কংগ্রেস৷ দারিদ্র দূরীকরণ নিয়ে কংগ্রেসের 'ন্যায়' প্রকল্পকে জোর খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির কথায়, '৬০ বছরে দারিদ্র দূর করেনি, এটাই মেনে নিল কংগ্রেস৷'
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে 'গরিবি হঠাও' কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বললেন, 'এই নির্বাচনে ওদের মূল স্লোগান, অব ন্যায় হোগা৷ সুতরাং ওরা মেনে নিল, ৬০ বছরে ক্ষমতায় থেকে ওরা অন্যায় চালিয়ে গিয়েছে৷'
advertisement
advertisement
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি নির্বাচনী প্রতিশ্রুতিতে ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে গরিবদের টাকা দেবে। নতুন প্রকল্পের নাম হবে 'ন্যায়'। গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করবে। রাহুল গান্ধির কথায়, 'এই প্রকল্পের আওতায় ৫ কোটি গরিব পরিবার ও ২৫ কোটি মানুষ সরাসরি সাহায্য পাবেন। সব হিসেব করা হয়ে গিয়েছে। বিশ্বের কোনও জায়গায় এই ধরনের স্কিম নেই। মোদি ধনীদের টাকা দেন। কংগ্রেস গরিবদের টাকা দেবে। দারিদ্র দূর করবে। মাথাপিছু দৈনিক আয় ৪০ টাকার গ্যারান্টি।
advertisement
কংগ্রেসের এই ঘোষণাকে মোদির কটাক্ষ, 'আর ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের ন্যায়ের কী হবে? তিন তালাকে ক্ষতিগ্রস্থ সেই মহিলাদের ন্যায়ের কী হবে? ছত্তীসগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের সেই কৃষকদের ন্যায়ের কী হবে, যাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঋণ মকুবের৷ আপনি ১০ দিনে তাঁদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন৷ ১০০ দিন কাটতে চলল, কোথায় তাঁরা ন্যায় পেলেন?'
advertisement
ISRO স্পাই কেস প্রসঙ্গে মোদি বলেন, 'মহান বিজ্ঞানী নম্বি নারায়ণনকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হল৷ ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চায় একটি ধাক্কা৷ নম্বি নারায়ণনও ন্যায় চাইছেন৷' সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় কংগ্রেস  'হিন্দু সন্ত্রাস' আখ্যা দিয়েছিল কংগ্রেস৷ কংগ্রেসের সেই অভিযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডে নিরপরাধ মানুষদের তোমরা জেলে পাঠিয়েছিলে৷ মিথ্যে মামলায় বছরের পর বছর তাঁরা জেলে কাটিয়েছেন৷ সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের নামে হিন্দু সন্ত্রাস শব্দবন্ধটি চালু করেছে ওরা৷ এই দেশের হিন্দুরাও ন্যায় চাইছেন৷ তাঁরা জানতে চান, কেন তাঁদের জঙ্গি তকমা দেওয়া হল৷'
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেস মেনে নিল ৬০ বছরে ন্যায় করেনি, কংগ্রেসের 'ন্যায়' প্রকল্পকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement