New Parliament Building Inauguration: বিতর্ক রইল দূরেই, সংসদেই স্থান সেঙ্গলের! নজির গড়লেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

New Parliament Building Inauguration: নতুন সংসদ ভবন উদ্বোধনের মুখে রাজদণ্ড  নিয়ে তুঙ্গে উঠেছিল তরজা।

সংসদে ভবনে পাকাপাকিভাবে স্থান পেল রাজদণ্ড! ছবি সৌজন্যে- ANI
সংসদে ভবনে পাকাপাকিভাবে স্থান পেল রাজদণ্ড! ছবি সৌজন্যে- ANI
নয়াদিল্লি:  ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ৷ নতুন সংসদ ভবনে রাখা হল সোনার রাজদণ্ড,  প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন সংসদ ভবন উদ্বোধনের মুখে রাজদণ্ড  নিয়ে তুঙ্গে উঠেছিল তরজা।বিজেপির তরফে দাবি করা হয়, ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে সেঙ্গল তুলে দিয়েছিল জহরলাল নেহরুর হাতে। ক্ষমতা হস্তান্তরের সময় আদৌ  নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল রাজদণ্ড তুলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন ঐতিহাসিকরা। তবে নতুন সংসদ ভবনে পাকাপাকি ভাবে স্থান পেল এই সেঙ্গল।
advertisement
আজ নতুন সংসদ ভবনের উদ্বাধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ সংসদ ভবনে পৌঁছন মোদি৷ সঙ্গী লোকসভার স্পিকার ওম বিড়লা৷ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ টাকার একটি নতুন মুদ্রা প্রকাশ করবেন। মুদ্রায় থাকবে নতুন সংসদ ভবনের ছবি। ছবির ঠিক নীচে লেখা থাকবে ২০২৩ সাল। মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’।
advertisement
উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে বিবৃতি জারি করেছিল ২০টি রাজনৈতিক দল। রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করানোর দাবিও তুলেছিল ঐক্যবদ্ধ বিরোধী শিবির। যদিও এরপরেও একাধিক দল সংসদ বিষয়ক মন্ত্রকের আমন্ত্রণ গ্রহণ করে বিবৃতি জারি করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া জানিয়ে দিয়েছিলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিরোধীদের বড় অংশের অনুপস্থিতি কার্যত অগ্রাহ্য করেই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
সকাল সাড়ে সাতটা নাগাদ সংসদে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। ত্রিভুজাকৃতি চারতলা এই নতুন সংসদ ভবনের মোট বিল্ট আপ এরিয়া ৬৪,৫০০ বর্গ মিটার৷ এই ভবনের তিনটি প্রবেশদ্বার রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার৷ উত্তর প্রদেশের মির্জাপুরের কার্পেট, ত্রিপুরার বাঁশের মেঝে এবং রাজস্থানের পাথরে খোদাই করা নতুন সংসদ ভবন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে প্রতিফলিত করছে। ঐতিহাসিক ঘটনাটি চিহ্নিত করতে সরকার একটি স্মারক ৭৫ টাকার কয়েনও উদ্বোধন করতে চলেছে।
advertisement
নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে থাকবে শিন্ডে শিবিরের শিবসেনা, এনপিপি, এআইএডিএমকে, আপনা দল, অসম গণ পরিষদ। এছাড়াও, এন ডি এর বাইরে এল জে পি, বিজেডি, বিএসপি, টিডিপি, ওয়াই এস আর সি পি এবং আকালি দল। তবে আগের থেকে নির্ধারিত কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন মায়াবতী। তিনি বলেছেন, “অতীতের কংগ্রেস হোক বা বর্তমানের বিজেপি সরকার হোক, বিএসপি সবসময় দেশ ও জনগণের স্বার্থে কেন্দ্রীয় সরকারের পাশে থেকেছে। একইভাবে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনেও থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Parliament Building Inauguration: বিতর্ক রইল দূরেই, সংসদেই স্থান সেঙ্গলের! নজির গড়লেন প্রধানমন্ত্রী মোদি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement