Independence Day 2023: ‘জনতা সরকার ফর্ম করেছে, আমি রিফর্ম করেছি...’ লালকেল্লা থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi Speech on Independence Day: লালকেল্লা থেকেই এদিন ‘রিফর্ম, ‘পারফর্ম’, ট্রান্সফর্ম’-এর মন্ত্র বলে স্থির সরকারের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের ১ হাজার ৮০০ জন। লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। আকাশপথে পুষ্পবৃষ্টি করা হয় সেনা কপ্টার থেকে।
At the historic Red Fort, the magnificence of our Independence Day celebrations unfolds and the Tricolour waves majestically. A sight of unparalleled grandeur, a testament to our proud heritage. 🇮🇳 pic.twitter.com/fvqKGZKfGt
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
advertisement
লালকেল্লা থেকেই এদিন ‘রিফর্ম, ‘পারফর্ম’, ট্রান্সফর্ম’-এর মন্ত্র বলে স্থির সরকারের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
स्वतंत्रता दिवस के अवसर पर राजघाट पर पूज्य बापू को श्रद्धांजलि अर्पित की। pic.twitter.com/UnygCTh2xo
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমি সংস্কার চেয়েছিলাম। কিন্তু সংস্কার চেয়ে আমাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। জনতা সরকার ‘ফর্ম’ অর্থাৎ গঠন করেছে, আমি ‘রিফর্ম’ অর্থাৎ সংস্কার করেছি। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিশ্ব অর্থনীতিতে দেশ ১০ নম্বরে ছিল। আজ ১৪০ কোটি দেশবাসীর যৌথ উদ্যোগে অর্থনীতির নিরিখে আমরা বিশ্বে পঞ্চম। ডিজিটাল প্রযুক্তিতেও এগোচ্ছে ভারত। আগামী পাঁচ বছরে ভারত বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে থাকবে। এটা মোদির প্রতিশ্রুতি। এতদিন দুর্নীতির রাক্ষস দেশকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। আমরা তা বন্ধ করেছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
August 15, 2023 11:08 AM IST