ফের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব, নাম না করে শশী থারুরকে কড়া জবাব মোদির
Last Updated:
'পরিবারতন্ত্রের ছত্রছায়ায় থেকে দারিদ্রের সংগ্রাম বোঝা যায় না কিন্তু সেই দুঃখ একজন চা বিক্রেতা বুঝতে পারেন'
#অম্বিকাপুর: পরিবারতন্ত্র নিয়ে ফের কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদি । ছত্তীসগড়ের অম্বিকাপুরে একটি সভায় 'চা বিক্রেতা' মন্তব্যের প্রসঙ্গে শশী থারুরকে আক্রমণ করেন মোদি । গান্ধি পরিবারের কাউকে দলীয় সভাপতি করার চ্যালেঞ্জ জানিয়েছেন মোদি ।
আগামি পাঁচ বছরের জন্য গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেসকে নেতৃত্ব দিলে প্রমাণিত হবে নেহেরু এক প্রকৃত গণতন্ত্রের সূচনা করেছিলেন, মন্তব্য বিজেপির শীর্ষনেতার।
advertisement
ছত্তীসগড়ে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি জানিয়েছেন কংগ্রেসের কোনও যোগ্য নেতাকে সভাপতি পদে নিযুক্ত করা হোক যাঁর পদবী গান্ধি নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশকে শাসন করেছে কংগ্রেস কিন্তু দেশের জন্য কী করেছে তাঁরা, প্রশ্ন তুলেছেন মোদি ।
advertisement
দেশকে চালনা করার যোগ্যতা কেবলমাত্র একটি পরিবারের রয়েছে এই ধারণাও নস্যাৎ করে দিয়েছে সাধারণ মানুষ । পরিবারতন্ত্রের ছত্রছায়ায় থেকে দারিদ্রের সংগ্রাম বোঝা যায় না কিন্তু সেই দুঃখ একজন চা বিক্রেতা বুঝতে পারেন ।
advertisement
I want to challenge them, let some good leader of Congress outside of the family become the party president for 5 years, then I will say that Nehru ji really created a truly democratic system there: PM Modi in Ambikapur https://t.co/6RXRc6gQcg
— ANI (@ANI) November 16, 2018
advertisement
দীর্ঘকাল ধরে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাগরিকদের অন্ধকারে রেখেছে কংগ্রেস ও তার মূল কারণ এই একটি পরিবারের আধিপত্যই, অম্বিকাপুরের সমাবেশে স্পষ্ট জানিয়ে দিলেন মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2018 3:38 PM IST