PM Meet on Covid 2nd Wave : করোনা সঙ্কট মেটাতে এক জাতি তত্ব মোদির, মুখ্যমন্ত্রীরদের জোট বাঁধার বার্তা প্রধানমন্ত্রীর

Last Updated:

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি বন্ধ করতে বিশেষ নজরদারির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Photo : File Photo
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Photo : File Photo
দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন রেল ও বিমান পরিষেবাকে কাজে লাগানো হচ্ছে। যত দ্রুত সম্ভব অক্সিজেন ট্যাঙ্কারগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যেই যেই হাসপাতাল ও রাজ্যগুলিতে ব্যাপক আকারে অক্সিজের প্রয়োজন রয়েছে সেখানে পরিবহনের সময় যত কম করা যায়। তিনি আশ্বাস দেন আগামীদিনে এর জন্য চেষ্টা চালিয়ে যাবে ভারতীয় বায়ু সেনা ও রেল।
advertisement
প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি বন্ধ করতে বিশেষ নজরদারির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। গত বছরের লকডাউনের সময় থেকে শিক্ষা নিয়ে ওষুধ ও অত্যাবশ্যকীয় দ্রব্যের কালোবাজারি ঠেকাতে রাজ্যগুলিকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন মোদি।
advertisement
একইসঙ্গে লকডাউনের আশঙ্কা করে বেশি বেশি করে পণ্য কিনে মজুত করার প্রবণতার ওপরও বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে মোদি জানান, এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে রাজ্যগুলিকে। কোভিড বিধি সংক্রান্ত প্রচার, হোর্ডিং বাড়ানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
এদিনের বৈঠকে মোদি জানান ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যগুলিকে ১৫ কোটি ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র। তা বিনামূল্যেই রাজ্যগুলিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অতিমারী আবহে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার কোথাও এদিনের বৈঠকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Meet on Covid 2nd Wave : করোনা সঙ্কট মেটাতে এক জাতি তত্ব মোদির, মুখ্যমন্ত্রীরদের জোট বাঁধার বার্তা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement