আজ অনশনে প্রধানমন্ত্রী, ‘নাটক’ আখ্যা দিল কংগ্রেস
Last Updated:
বাজেট অধিবেশন চলাকালীন সংসদে পুরোপুরি অচলাবস্থা চলায় প্রতিবাদে আজ অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ সঙ্গে থাকবেন বিজেপির সাংসদরাও ৷
#নয়াদিল্লি: বাজেট অধিবেশন চলাকালীন সংসদে পুরোপুরি অচলাবস্থা চলায় প্রতিবাদে আজ অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ সঙ্গে থাকবেন বিজেপির সাংসদরাও ৷ তবে প্রত্যেকে নিজের নিজের কেন্দ্রে অনসন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে আজ অনশন পালন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ।
মোদী এদিন বলেন, ''একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না।'' বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে।
advertisement
অন্যদিকে বিজেপির এই অনশনকে ‘নাটক’ বলে অ্যাখ্যা দিয়েছে কংগ্রেস ৷ এ দিন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''এটা অনশন নয়, লোকদেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান।'' কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি। সংসদের ২৫০ ঘণ্টা খামোখা নষ্ট করেছে তারা আর এখন অনশনে বসছে।
advertisement
তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্ম ঠিকই করবেন প্রধানমন্ত্রী, লোকজনের সঙ্গে দেখা করবেন, সই করবেন ফাইলপত্রেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2018 12:52 PM IST