নির্বাচনী সভায় হুঙ্কার নরেন্দ্র মোদির, তাঁর মোকাবিলায় বিরোধীদের যথার্থ শক্তির অভাব

Last Updated:
#ছতরপুর: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ছতরপুরের জনসভায় ফের কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । যত নির্বাচন এগিয়ে আসছে, কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা ততটাই কমে আসছে বলে দাবি করেছেন মোদি । সরকার গড়া দূরের বিষয়, কংগ্রেস ঠিক কটা ভোট পাবে তাই এখন কংগ্রেসের প্রধান চিন্তার বিষয় ।
advertisement
কংগ্রেসের শাসনকালে মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সব সমস্যার মোকাবিলা পুনরায় করতে চান না সাধারণ মানুষ ও সেই কারণেই কংগ্রেসকে নির্বাচিত করবেন না আমজনতা । চাওয়ালা মন্তব্যের প্রসঙ্গ এনে ফের মোদি বলেছেন লড়াই এর মধ্যে যখন সততা থাকে না তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নেয় ।
advertisement
প্রাসঙ্গিকতার অভাব ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরই অত্যধিক দর্প থাকে । স্বাধীনতার পর এত বছর দেশ শাসন করেছে যে রাজনৈতিক দল, আজ তাঁরা প্রধানমন্ত্রীর পরিবার তুলে আক্রমণ করছে,কংগ্রেসকে তোপ মোদির। মোদির মোকাবিলা করার ক্ষমতা কংগ্রেসে কারোর নেই, মন্তব্য মোদির ।
advertisement
advertisement
মধ্যপ্রদেশে ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচন ও ১১ ডিসেম্বর ফলাফল ঘোষণা ।
বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী সভায় হুঙ্কার নরেন্দ্র মোদির, তাঁর মোকাবিলায় বিরোধীদের যথার্থ শক্তির অভাব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement