মাদক-সন্ত্রাস অর্থনীতি আর নয়! পাখির চোখ স্বাস্থ্যসুরক্ষা, জি২০ সম্মেলনে নরেন্দ্র মোদির একগুচ্ছ প্রস্তাব!
- Published by:Tias Banerjee
Last Updated:
Narendra Modi in G20 Summit: শনিবার মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জি-২০ গোষ্ঠীর সম্মেলনে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেন্টানিলের প্রসঙ্গও তুলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সাম্প্রতিক কাজকর্মে অসন্তুষ্ট হয়ে এ বারের সম্মেলনে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈশ্বিক উন্নয়ন মানদণ্ডকে নতুন করে ভাবার আহ্বান জানান। রবিবার তিনি ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধি’ বিষয়ক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জি২০ দীর্ঘদিন ধরে আর্থিক নীতি ও উন্নয়নকে প্রভাবিত করলেও প্রচলিত মডেল বহু জনগোষ্ঠীকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এবং প্রকৃতির অতিরিক্ত শোষণকে উস্কে দিয়েছে। আফ্রিকার দেশগুলির ক্ষেত্রে এই সংকট আরও গভীর বলে মন্তব্য করেন তিনি।
মোদির বক্তব্যে উঠে আসে যে আফ্রিকা প্রথমবার জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক হওয়ায় এই সময়টিই উন্নয়ন-পরিমাপের কাঠামোকে পুনর্বিবেচনা করার সবচেয়ে উপযুক্ত মুহূর্ত। তিনি বলেন, ভারতের সভ্যতার মূল মূল্যবোধ, বিশেষত ‘অখণ্ড মানবতাবাদ’-এর নীতি, ভবিষ্যতের পথ দেখাতে সক্ষম।
প্রধানমন্ত্রী ফেন্টানিল–সহ প্রাণঘাতী সিন্থেটিক মাদকের দ্রুত প্রসার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই ধরনের মাদক জনস্বাস্থ্য, সামাজিক স্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলছে। মোদি জি২০-এর অধীনে একটি বিশেষ ‘ড্রাগ–টেরর নেক্সাস প্রতিরোধ উদ্যোগ’ গঠনের প্রস্তাব দেন, যা আর্থিক, প্রশাসনিক ও নিরাপত্তা–সংক্রান্ত ব্যবস্থা সমন্বয় করে পাচারচক্র ভাঙতে এবং সন্ত্রাস–অর্থায়নের একটি প্রধান উৎস শুকিয়ে দিতে সহায়তা করবে।
advertisement
advertisement
Spoke at the first session of the G20 Summit in Johannesburg, South Africa, which focussed on inclusive and sustainable growth. With Africa hosting the G20 Summit for the first time, NOW is the right moment for us to revisit our development parameters and focus on growth that is… pic.twitter.com/AxHki7WegR
— Narendra Modi (@narendramodi) November 22, 2025
advertisement
মোদি এক্স–এ লেখেন, “আসুন, এই নোংরা মাদক-সন্ত্রাস অর্থনীতিকে নস্যাৎ করি।”
তিনি আরও জানান, বহু দেশেই পরিবেশ–সমন্বিত, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও সামাজিকভাবে সুসংহত জীবনযাপনের পরম্পরা রয়েছে। এই প্রেক্ষিতে তিনি জি২০–এর অধীনে একটি ‘গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি’ তৈরির প্রস্তাব রাখেন। তার মতে, ভারত এই ক্ষেত্রে সমৃদ্ধ ঐতিহ্য বহন করে এবং এই ভান্ডার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমষ্টিগত জ্ঞানকে সংরক্ষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করবে।
advertisement
প্রধানমন্ত্রী বৈশ্বিক দুর্যোগ ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত মোতায়েনযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জি২০ গ্লোবাল হেলথকেয়ার রেসপন্স টিম গঠনের প্রস্তাব করেন। তার বক্তব্য, জি২০ দেশগুলির প্রশিক্ষিত মেডিক্যাল টিম একসঙ্গে কাজ করলে আন্তর্জাতিক মানবিক সঙ্কট মোকাবিলায় দক্ষতা বাড়বে।
মোদি আফ্রিকার উন্নয়ন স্বার্থে ‘জি২০–আফ্রিকা স্কিলস মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভ’-এরও প্রস্তাব দেন। তিনি জানান, ট্রেন–দ্য–ট্রেনারস মডেলে আগামী দশ বছরে আফ্রিকায় এক মিলিয়ন প্রশিক্ষিত ট্রেনার তৈরির লক্ষ্য নেওয়া উচিত, যা যৌথ ভাবে সব জি২০ দেশ অর্থায়ন করবে। এই প্রশিক্ষকেরা পরবর্তী সময়ে আফ্রিকার লক্ষ লক্ষ যুবককে দক্ষতা অর্জনে সহায়তা করবে।
advertisement
ফেন্টানিলের প্রসঙ্গও তুলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সাম্প্রতিক কাজকর্মে অসন্তুষ্ট হয়ে এ বারের সম্মেলনে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
November 23, 2025 8:47 AM IST

