Plane in Hailstorm: শিলাবৃষ্টিতে জেরবার ভারতীয় প্লেন বারবার চেয়েছিল পাকিস্তানের হেল্প! কিন্তু অমানুষ রইল পাক, পাইলট ঘোষণা করেছিলেন PAN PAN, জানেন কি প্যান প্যান কাকে বলে
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Plane in Hailstorm: Plane in Hailstorm: তদন্তের নির্দেশ দিল DGCA, পাইলট বলেছিলেন PAN PAN সPAN PAN কি? কখন ঘোষণা করা হয়? জেনে নিন
নয়াদিল্লি: বিমানে “প্যান-প্যান” ঘোষণা (PAN-PAN) হল একটি আন্তর্জাতিক মানের জরুরি বার্তা। এটি বিমান দ্বারা ঘোষণা করা হয় যখন কোনো জরুরি পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন হয়, যা বিমানের জন্য বা তার যাত্রীদের জন্য তাৎক্ষণিক বিপদ ডেকে আনে না অন্যভাবে বলা যায়, প্যান-প্যান ঘোষণা একটি সতর্কতা, যা অন্য কোনো বিমান বা নিয়ন্ত্রণ টাওয়ারে কোনও বিমানের জরুরি অবস্থার কথা জানায়, যা তাৎক্ষণিকভাবে বিপদজনক নয়, কিন্তু সাহায্য প্রয়োজন. এটি মূলত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন একটি বিমানের সমস্যা আছে, কিন্তু তা গুরুতর নয়, যেমন – হারিয়ে যাওয়া, বা কোনো সিস্টেমের ব্যর্থতা।
প্যান-প্যান ঘোষণার মাধ্যমে, বিমানটি তার বর্তমান অবস্থান, সমস্যা এবং প্রয়োজনীয় সাহায্যের বিবরণ জানাতে পারে. এটি একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল, যা জরুরি পরিস্থিতিতে বিমানের জরুরি অবতরণ বা অন্য কোনো সাহায্যের জন্য ব্যবহৃত হয়।
advertisement
advertisement
প্রতিবেশি দেশ চূড়ান্ত বিপদে পড়েছে দেখেও শত্রুতা জারি রাখল তারা। মাঝ আকাশে বিপদে পড়া ২২৭ যাত্রী সহ ইন্ডিগো বিমানকে পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে দিতে অস্বীকার করা হল।

সেদিন দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমান কিভাবে অবতরণ করেছি
advertisement
ল?
বিমান চালক কি জানিয়েছিলেন এটিসি’কে। সমস্ত ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে DGCA. অসামরিক বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে সেদিন বিমানে প্যান প্যান (PAN PAN) ঘোষণা করা হয়েছিল।
ভয়ঙ্কর শিলাবৃষ্টির মধ্যে পড়ে নয়াদিল্লি থেকে শ্রীনগরগামী ফ্লাইটের পাইলট লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টারব্যুল্যান্স এড়াতে পাকিস্তানি এয়ার স্পেসে ঢোকার অনুমতি চেয়ছিলেন। সে সময়ে এছাড়া বিপদ থেকে রক্ষা পাওয়ার আর কোনও উপায় বের করতে পারেনি পাইলট।
advertisement
সে সময়ে উড়ান ছিল অমৃতসরের আকাশে। পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারলে বিপদ কেটে যেত। কিন্তু লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন্ডিগোর উড়ানটিকে সেই অনুমতি দেয়নি। পাকিস্তানের প্রত্যাখ্যানের পর, পাইলট ওই ভয়ঙ্কর এয়ার টারব্যুল্যান্সের মধ্যেই পূর্ব নির্ধারিত পথে যেতে বাধ্য হন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 2:10 PM IST