টেক অফের মুহূর্তে বিমানে ভয়াবহ আগুন !
Last Updated:
টেক অফ করার ঠিক আগের মুহূর্তে আগুন লেগে গেল বিমানে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার ফোর্ট লউডারডেল এয়ারপোর্টে। গোটা ঘটনায় আহত হয়েছেন ১৭ জন যাত্রী। যখন বিমানটিতে আগুন লাগে সেই সময় বিমানে মোট ১০১ জন প্যাসেঞ্জার ছিল বলে খবর।
#ফ্লোরিডা: টেক অফ করার ঠিক আগের মুহূর্তে আগুন লেগে গেল বিমানে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার ফোর্ট লউডারডেল এয়ারপোর্টে। গোটা ঘটনায় আহত হয়েছেন ১৭ জন যাত্রী। যখন বিমানটিতে আগুন লাগে সেই সময় বিমানে মোট ১০১ জন প্যাসেঞ্জার ছিল বলে খবর।
দ্য ফেডারেশন অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে খবর, আগুন লাগা বিমানটি বোয়িং ৭৬৭। ভেনেজুয়ালার কারাকাসের উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময়ই বিমানটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানের জ্বালানি লিক করেই আগুন লাগার ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
Scene at #FLL pic.twitter.com/wyRQ8yk1R6
— Joel Braunold (@braunold) October 29, 2015
advertisement
advertisement
Location :
First Published :
October 30, 2015 10:30 AM IST