Piyush Goyal Exclusive Interview: ভারত পাকিস্তানের কাছে মাথা নোয়াবে না! চিনকে জমি দিয়েছিল কংগ্রেস, বিজেপি নয়: পীযূষ গোয়েল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Piyush Goyal Exclusive Interview: নেটওয়ার্ক 18 এর এক্সিকিউটিভ এডিটর রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চিনকে জমি ছাড়ার কংগ্রেসের সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল।
নয়াদিল্লি: নেটওয়ার্ক 18 এর এক্সিকিউটিভ এডিটর রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চিনকে জমি ছাড়ার কংগ্রেসের সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, “ভারতের সীমানা সুরক্ষিত রাখা নিশ্চিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
চিন এবং অন্যান্য সীমান্ত ইস্যুতে বিরোধীদের আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় পীযুষ গোয়েল বলেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভুল খবর ছড়াচ্ছেন।” তাঁর কথায়, “রাহুল জি, চিন আমাদের জমি বিজেপির আমলে নেয়নি, কংগ্রেসের আমলে নিয়েছিল। কাঠগড়ায় কংগ্রেস। বরং তাদের শাসনকালে যুদ্ধে হারার পর আমরা যে জমি হারিয়েছি তার জবাব দিতে হবে কংগ্রেসকে”।
পীযুষ গোয়েল জোরালো স্বরে বলেন, “বিজেপি এবং এনডিএ শাসনের অধীনে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মনোবল শক্তিশালী হয়েছে। এবং ভারতীয় সৈন্যরা আজ যে কোনও আক্রমণের উচিত জবাব দেয়। আপনার মনে থাকবে কী ভাবে প্যাংগং উপত্যকায়, আমাদের সৈন্যরা উপযুক্ত জবাব দিয়েছিল এবং সেখান থেকে একজন সেনাও সরে যায়নি।”
advertisement
advertisement
গোয়েল আরও যোগ করেন, “আমাদের সেনাবাহিনীকে আজ আমরা সবথেকে সেরা সুযোগ সুবিধা এবং সরঞ্জাম দিয়ে সজ্জিত করেছি। কংগ্রেসের শাসনকালে ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা শক্তি দুর্বল হয়ে পড়েছিল। আজ, আমাদের সশস্ত্র বাহিনী এক নতুন উত্সাহ উদ্দীপনায় কাজ করছে যা তাঁদের আরও শক্তিশালী করে তুলেছে সর্বাঙ্গীনভাবে”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 8:50 PM IST