অভিজিৎ পুরোপুরি বামপন্থী, মানুষ ওঁর ভাবনা প্রত্যাখ্যান করেছে: নোবেলজয়ীকে আক্রমণ বিজেপি নেতার

Last Updated:

বরাবরই বিজেপি সরকারের অর্থনৈতিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন নোবেলজয়ী অভিজিৎ । সম্প্রতি দেশের অর্থনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেছেন তিনি।

#নয়াদিল্লি: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে বিজেপি। নোবেলজয়ীকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন অভিজিৎ পুরোপুরি বামপন্থী। ন্যায় প্রকল্পের গুণগান করেছিলেন অভিজিৎ, যা প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ ৷ তবে এর পাশাপাশি নোবেল জয়ের জন্য অভিজিতকে অভিনন্দনও জানিয়েছেন গয়াল ৷
বরাবরই বিজেপি সরকারের অর্থনৈতিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন নোবেলজয়ী অভিজিৎ । সম্প্রতি দেশের অর্থনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেছেন তিনি।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলে এদিন কটাক্ষ করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল ৷ এদিন গয়াল বলেন, নোবেল পাওয়ায় অভিজিতের জন্য তিনি গর্বিত কিন্তু তার দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি সহমত নন ৷ অভিজিৎ কংগ্রেসের ন্যায় প্রকল্পকে সমর্থন করেছেন যা ২০১৯ লোকসভা নিবার্চনে মানুষ প্রত্যাখান করেছেন ৷
advertisement
advertisement
গয়ালকে এদিন দেশের অর্থনীতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতামত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিজিতের মতামতের সঙ্গে তিনি সহমত নন ৷ অভিজিৎ ন্যায় প্রকল্পকে সমর্থন করেছেন যা দেশের মানুষই খারিজ করে দিয়েছে ৷ তাই ওনার মতামত গ্রহণ করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অভিজিৎ পুরোপুরি বামপন্থী, মানুষ ওঁর ভাবনা প্রত্যাখ্যান করেছে: নোবেলজয়ীকে আক্রমণ বিজেপি নেতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement