কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ পাইলটেরা

Last Updated:

শুধুমাত্র গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জন পাইলটের৷

#কলকাতা:  কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ পাইলটেরা
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বলি হয়েছেন ১৩ জন পাইলট, অথচ কোভিড যোদ্ধার স্বীকৃতি এবং ডাক্তার-নার্সদের মতো সুযোগ সুবিধে পান না তাঁরা। এবার তাই কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হলেন পাইলটেরা।
মঙ্গলবার ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের তরফে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কর্তৃপক্ষ। দাবি, প্রথম সারির কোভিড যোদ্ধাদর স্বীকৃতি দিতে হবে দেশের বিমান চালকদের। চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা কোভিড সংক্রান্ত যে সুযোগ সুবিধা পান, সেগুলি দিতে হবে তাঁদেরও।
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিড পর্বের সূচনা থেকে এখনও পর্যন্ত ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জন বিমান চালকের।তার মধ্যে শুধুমাত্র গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউই পাইলটদের প্রাণ কেড়েছে বেশি। পাইলটদের সংগঠনের তরফে জানানো হয়েছে, করোনাতে কোনও পাইলট মারা গেলে তাঁদের সাহায্যের কোনও নিয়ম এখনও পর্যন্ত নেই। কোনও বিমাও নেই। পাইলটরা দেশের জন্য কাজ করছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই। অথচ, তার কোনও স্বীকৃতি নেই।
advertisement
সংগঠনের এক নেতার কথায়, "সারা দেশে ভ্যাকসিন দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আমাদের। অথচ, আমাদের জন্যই ভ্যাকসিন নেই।" সংগঠনে সরকারি বেসরকারি এয়ারলাইন্স মিলিয়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি সদস্য রয়েছেন। তার মধ্যে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র এয়ার ইন্ডিয়াতেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় হাজার দুয়েক কর্মী। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
advertisement
বাধ্য হয়েই সরকারের কাছ থেকে নিরাপত্তা চাইছেন তাঁরা।. এদিন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের তরফে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কর্তৃপক্ষ। দাবি, প্রথম সারির কোভিড যোদ্ধাদর স্বীকৃতি দিতে হবে দেশের বিমান চালকদের। চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা কোভিড সংক্রান্ত যে সুযোগ সুবিধা পান, সেগুলি দিতে হবে তাঁদেরও। পাশাপাশি, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, কোভিডে মৃত্যু হলে পরিবারের জন্য আজীবনের আর্থিক সুরক্ষা এসব দাবিও জানানো হয়েছে আদালতে।
advertisement
SHALINI DATTA
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ পাইলটেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement